আজকের এই পর্বে আমরা আলোচনা করবো class 11 political science থেকে একটি প্রশ্ন উত্তর । সেটি হল-রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে সামাজিক চুক্তি মতবাদ। এই অংশটি Class 11 political science Notes | Class 11 political science Question ansewer আকারে লিখিত এবং পরীক্ষার উপযোগী করে লেখা।
রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে সামাজিক চুক্তি মতবাদ
রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত চুক্তিবাদী মতবাদের প্রথম উদ্ভব হয় প্রাচীন গ্রীসে। এই মতবাদটি রাজার ঐশ্বরীক ক্ষমতার বিরুদ্ধে মতবাদ। হবস্, লক এবং রুশো এই মতবাদের প্রধান প্রবক্তা।
হবস্ -এর তত্ত্ব
হবস্ তার ‘লেভিয়াথান’ গ্রন্থে চুক্তি তত্ত্বের ব্যাখ্যা দেন। তাঁর মতে প্রকৃতির রাজ্যে একদা ছিল অশান্তি ও সংঘাত। আদিম মানুষ এই সংঘাতময় জীবন থেকে মুক্তি পাওয়ার জন্য উপায় খুঁজতে শুরু করে। তখন তাঁরা নিজেদের মধ্যে চুক্তি সম্পাদন করল এবং তাদের মধ্যে শক্তিমান ব্যক্তির হাতে সমস্ত ক্ষমতা অর্পণ করল। বিনিময়ে এই সার্বভৌম শক্তির কাছ থেকে তারা নিরাপত্তা লাভ করল। হবসের মতে ভয়াবহ প্রাকৃতিক অবস্থায় অবসান থেকেই জন্ম নিল রাষ্ট্র।
লকের তত্ত্ব
লক তাঁর ‘টু ট্রিটিজ অন সিভিল গভর্মেন্ট’ নামক বিখ্যাত গ্রন্থে প্রকৃতির রাজ্যের যে বর্ননা দিয়েছেন তার সঙ্গে হবস-এর প্রাকৃতিক অবস্থার মিল খুঁজে পাওয়া যায় না। তাঁর মতে মানুষের জীবন যাত্রা নিয়ন্ত্রিত হয় প্রাকৃতিক নিয়মের দ্বারা। মানুষ প্রাকৃতিক জীবনে সম্পত্তি ও স্বাধীনতার অধিকার ভোগ করত। কাল ক্রমে প্রকৃতির রাজ্যে নানা অসুবিধা দেখা দিল। প্রাকৃতিক আইন ছিল অলিখিত। আইন ভঙ্গ করলে শাস্তি দেবার কেউ ছিল না। এই অসুবিধা থেকে মুক্তি পাওয়ার জন্য প্রকৃতির রাজ্যের সমস্ত মানুষ নিজেদের মধ্যে একচুক্তি সম্পাদন করে এবং প্রতিষ্ঠা হয় রাষ্ট্র।
রুশোর তত্ত্ব
রুশোর ‘সোশাল কনট্যাক্ট’ গ্রন্থে কল্পিত প্রকৃতির রাজ্যে যে চিত্র আঁকা হয়েছে তা অনেক বেশি সুন্দর ও মনরম। তাঁর মতে প্রকৃতির রাজ্যে মানুষ স্বর্গে বাস করত। তাদের মধ্যে কোনো হিংসা বিদ্বেষ ছিল না। প্রকৃতির কোলে মানুষ ছিল মুক্ত স্বাধীন ও সাহসী । কিন্তু জনসংখ্যা বৃদ্ধির ফলে শান্তি ও সাম্য বিনষ্ট হল। এই অবস্থা থেকে মুক্তি পেতে প্রকৃতির রাজ্য ছেড়ে মানুষ চুক্তির মাধ্যমে সমাজ সৃষ্টি করল। চুক্তির দ্বারা জনগণ সার্বভৌম ক্ষমতা অর্পণ করল সাধারণের ইচ্ছার উপর। জনগণের ইচ্ছার দ্বারা প্রতিষ্ঠিত হল রাষ্ট্র।
সমালোচনা
অনেক রাষ্ট্র বিজ্ঞানীরা সামাজিক চুক্তি মতবাদের সমালোচনা করেছেন। তাদের মতে তত্ত্বটি রাষ্ট্রের সঠিক ব্যাখ্যা দিতে পারে না।
(i) এটি একটি অঐতিহাসিক মতবাদ। চুক্তির মধ্য দিয়ে রাষ্ট্র সৃষ্টি হয়েছে- একথা ইতিহাস স্বীকার করে না।
(ii) এটি অযৌক্তিক মতবাদ , কারণ সমাজ সৃষ্টির অনেক পূর্বে চুক্তির দ্বারা রাষ্ট্র সৃষ্টি হয়েছে, এটা নিছক কল্পনা।
(iii) রাষ্ট্রের উদ্ভব যদি চুক্তির মাধ্যেমে হল তাহলে চুক্তি যারা করেছিল তাদের মৃত্যুর পর রাষ্ট্রের অবলুপ্তি ঘটত।
(iv) এটি অসম্পূর্ন মতবাদ, কারণ এই মতবাদের কেবল রাজনৈতিক চেতনাকে রাষ্ট্রের উদ্ভবের কারণ হিসাবে বর্ননা করা হয়েছে।
উপসংহার
তবে চুক্তিবাদী মতবাদের ইতিবাচক অবদান ও কম নয়। ইংল্যান্ডের শিল্প বিল্পব, আমেরিকার স্বাধীনতা সংগ্রাম, ফারাসি বিপ্লব ইতিহাসের এই তিনটি বিপ্লব সামাজিক চুক্তি মতবাদ থেকেই অনুপ্রেরণা গ্রহণ করেছিল।
Thanks For Reading: রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে সামাজিক চুক্তি মতবাদ
প্রশ্ন উত্তর
১. রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত সবচেয়ে প্রাচীন মতবাদ কোনটি?
উত্তর- রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত সবচেয়ে প্রাচীন মতবাদটি হল এই মতবাদে রাষ্ট্রকে জীবনদেহের সাথে তুলনা করা হয়।
উত্তর- রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত সামাজিক চুক্তি মতবাদের প্রবক্তা হলেন জন লক।
৪. সামাজিক চুক্তি মতবাদ কে রচনা করেন?
উত্তর- সামাজিক চুক্তি মতবাদ রচনা ( 1762) জন লক ।
৫. সামাজিক চুক্তি মতবাদ বলতে কি বুঝ?
উত্তর- প্রকৃতির কোলে মানুষ ছিল মুক্ত স্বাধীন ও সাহসী । কিন্তু জনসংখ্যা বৃদ্ধির ফলে শান্তি ও সাম্য বিনষ্ট হল। এই অবস্থা থেকে মুক্তি পেতে প্রকৃতির রাজ্য ছেড়ে মানুষ চুক্তির মাধ্যমে সমাজ সৃষ্টি করল।
আরো পড়ুনঃ
1. রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা দাও। রাষ্ট্রবিজ্ঞানের পরিধি সম্পর্কে আলোচনা করো।
২. চার্বাক দর্শন বড় প্রশ্ন উত্তর
৩. আইনের সংজ্ঞা দাও | এর বৈশিষ্ট্য গুলি কী কী
4. রাষ্ট্রবিজ্ঞান কি বিজ্ঞান ব্যাখ্যা করো
5. রাষ্ট্র কাকে বলে | উপাদান গুলো কি কি