Human Rights MCQ With Answers

এই অংশে আমরা আলোচনা করবো Human Rights MCQ With Answers -এই বিষয়টি নিয়ে। যে সব ছাত্রছাত্রী দর্শন নিয়ে বিএ পড়ছো তাদের  SEC-b  paper এ রয়েছে Human Rights , তাদের এই অংশটি খুবই উপকারে আসবে। তাছাড়া বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায়   human rights mcq with answers pdf – এই আলোচনাটি খুবই সাহায্য করবে।

Human Rights MCQ With Answers
Human Rights MCQ With Answers

 

Human Rights MCQ With Answers

  1. The Right of man গ্রন্থটি কার লেখা ?

  উত্তর-     টমাস পেইন।

  1. “প্রাকৃতিক অধিকার পুনঃবর্ননা” – কে বলেছেন।

উত্তর- টমাস পেইন।

  1. “Two Treatise on civil Government” – কার লেখা ?

উত্তর- জন লক।

  1. “পুরুষ সমাজের পূর্বে মানুষ প্রাকৃতিক রাজ্যে থাকত” – কে বলেছেন ?

উত্তর- জন লক।

  1. “Letter on Toleration” – কার লেখা ?

উত্তর- জন লক।

  1. লক বর্নিত অধিকার কোন আইনের দ্বারা চালিত হত ?

উত্তর- প্রাকৃতিক আইন।

  1. লকের মতে মানুষের স্বাভাবিক অধিকার কয় প্রকার ?

উত্তর- তিনপ্রকার (জীবনের অধিকার, সাম্য ও স্বাধীনতার অধিকার ও সম্পত্তির অধিকার)।

  1. সামাজিক চুক্তি (Social contact) -এর কথা কে বলেছেন ?

উত্তর- জন লক।

  1. প্রকৃতিক অধিকার ও সুশীল সমাজের অধিকারের মধ্যে পার্থক্য করেছেন ?

উত্তর- টমাস পেইন।

  1. “অধিকার ঈশ্বর প্রদত্ত স্বর্গীয় উপহার” -কে বলেছেন ?

উত্তর-টমাস পেইন।

  1. ”অধিকার হল স্বর্গীয়” – কার উক্তি ?

উত্তর-পেইন।

  1. “ On The Jewish question ” – প্রবন্ধটি কার?

উত্তর-কার্ল মাক্স।

  1. “Reflection on the Revolution in France” – কার লেখা ?

উত্তর- এডমুন্ড বার্স্ক।

  1. প্রাকৃতিক অধিকারের মূল আদর্শ গড়ে ওঠে ?

উত্তর-1789 সালে ফরাসী আইন সভায়।

  1. প্রাকৃতিক অধিকার হল কাল্পনিক অধিকার কে বলেছেন ?

উত্তর- এডমুন্ড বার্স্ক। 

  1. প্রাকৃতিক অধিকারকে অর্থহীন ভাব বলেছেন কে ?

উত্তর- এডমুন্ড বার্স্ক।

  1. প্রাকৃতিক অধিকার হল স্বেচ্ছাধীন নীতি কে বলেছেন ?

উত্তর- জেরেমি বেন্থাম

  1. প্রাকৃতিক অধিকার হল আত্মকেন্দ্রিক মানুষের অধিকার বলেছেন কে ?

উত্তর- কার্ল মাক্স।

  1. The Nature and value of Right (1970) কার লেখা ?

উত্তর-কেইনবার্গ।

  1. ভারতে মানবাধিকার সুরক্ষা আইনটি কার্যকর করা হয় কবে ?

উত্তর-1993

  1. Leviathan গ্রন্থের রচিয়তা কে ?

উত্তর- থমাস হবস।

  1. “যেখানে কোনো সম্পত্তি নেই, সেখানে কোন অবিচার নেই” – একথা বলেছেন কে ?

উত্তর- জন লক।

  1. সনদের কত নং ধারায় শিক্ষার অধিকার অন্তর্ভুক্ত ?

উত্তর- 21 – A (2009)

  1. মানবাধিকারের সার্বজনীন ঘোষনা পত্র গৃহীত হয় কবে ?

উত্তর- 10 December 1948 ( সন্মিলিত জাতিপুঞ্জ)।    

  1. ফরাসি সনদ আইন কত সালে গৃহিত হয় ?

উত্তর- 1789


আরো পড়ুনঃ

১.  CU Philosophy Question Paper Download Pdf All Semester

. চার্বাক দর্শন বড় প্রশ্ন উত্তর


 

  1. ফরাসি সনদ আইনের নামকরণ কী ?

উত্তর- Deelaration of the right of man and the citizen.

  1. “Lectures on the principles of political obligation ” – কার রচনা ?

উত্তর-হিল গ্রিন।

  1. “Natural Rights” – কার রচনা ?

উত্তর-ডি.জি.রিটচি।

  1. ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় ধর্মীয় স্বাধীনতার অধিকার স্বীকৃত হয়েছে ?

উত্তর- 25 – 28 A

  1. মানবাধিকারের সার্বজনীন ঘোষনা পত্রটির নাম হল কী ?

উত্তর-United  Nations Declaration  of Human Rights.   

  1. প্রাকৃতিক অধিকার কথাটি সালে মানবাধিকার শব্দটি কত সালে প্রথম ব্যবহৃত হয় ?

উত্তর-1945


Watch Video Class    Click Here 


  1. “Human Right sand general welfare ” – কার রচনা ?

উত্তর-ডেভিড লিয়নস।

  1. ভারতীয় সংবিধানে বর্তমান মৌলিক অধিকার হল কটি ?

উত্তর- 7 টি।

  1. ভারতীয় সংবিধানে মোট কতগুলি কর্তব্য রয়েছে ?

উত্তর-11 টি ।

  1. ভারতীয় সংবিধানের কত নং ধারায় মৌলিক কর্তব্যের উল্লেখ রয়েছে ?

উত্তর-514

  1. “ প্রকৃতির অধিকারগুলি হল সামাজিক কল্যাণ বা সকলের শর্তাবলী “- কার উক্তি ?

উত্তর-L . T. Hobhouse ।

  1. প্রকৃতিক বিধিবিধানের (Natural Law Doctrine) কথা কারা বলেছেন ?

উত্তর-গ্রীসের Stoic বা কৃচ্ছতাবাদীগন।

  1. মানবিক অধিকার সংক্রান্ত ভিনেরা সন্মেলন গৃহিত হয়?

উত্তর-1993

  1. সাম্যের অধিকার কোন ধারায় আছে ?

উত্তর-14 A – 18 A ধারা। 

  1. স্বাধীনতার অধিকার কোন ধারায় আছে ?

উত্তর-19 A – 22 A ধারা।

  1. শোষনের বিরুদ্ধে অধিকার কোন ধারায় আছে ?

উত্তর23 A – 24 A ধারা।

  1. ধর্মীয় স্বাধীনতার অধিকার কোন ধারায় আছে ?

উত্তর-25 A – 28 A ধারা।

  1. সাংস্কৃতিক ও শিক্ষাগত অধিকার কোন ধারায় আছে ?

উত্তর-29 A – 30 A  ধারা।

  1. সাংস্কৃতিক প্রতিবিধানের অধিকার কোন ধারায় আছে ?

উত্তর-32 A ধারা।

  1. জাতীয় মানবাধিকার কমিশানের বর্তমান চেয়ারম্যান ?

উত্তর-অরুণ কুমার মিশ্র।

  1. ‘NHRC’ – full name লেখ ?

উত্তরNational Human Right Commission (12 October 1993)


Thanks For Reading: human rights mcq questions

 


 

 

 

Leave a comment