দর্শন আলোচনার আজকের পর্বের পাশ্চাত্য নীতিবিদ্যার একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা আলোচনা করতে চলেছি । সেটি হল-অভিপ্রায় কাকে বলে উদাহরণ সহ আলোচনা কর / অভিপ্রায় বলতে কি বোঝায় উদাহরণ দাও।
BA Philosophy SEM 1-এর দর্শন শাস্ত্রের সমস্ত Topic আলোচনা করা হবে। আশা রাখি ,আমাদের এই উপস্থাপনা দর্শন শাস্ত্রের সকল ছাত্রছাত্রীদের উপকারে আসবে ।
অভিপ্রায় কাকে বলে উদাহরণ সহ আলোচনা কর । Meaning Of Intention In Western Ethics |
ঐচ্ছিক ক্রিয়ার মানসিক স্তরকে ব্যাপকভাবে দুটি উপস্তরে ভাগ করা হয় একটি উদ্দেশ্য (motive) এবং অপরটি অভিপ্রায় (intention)। মানুষ যে ফলাফলের নজর রেখে একটি কাজ করে তাকে অভিপ্রায় বলে। অভিপ্রায় উদ্দেশ্য অপেক্ষা অধিকতর ব্যাপক মানসিক স্তর। অভিপ্রায় এর মধ্যে রয়েছে উদ্দেশ্য বস্তু লাভের উপায় এবং এর পরিণাম বা ফলাফলের মিশ্রিত কোনো রূপ কাজ করতে গেলে শুধুমাত্র কাজের উদ্দেশ্য অর্থাৎ কাম্য বস্তু সম্পর্কে ধারণা থাকায় যথেষ্ঠ নয়।
কি উপায় অবলম্বন করলে উদ্দেশ্য সিদ্ধ হবে এবং এই উপায় অবলম্বনের ফলে কি সম্ভাব্য পরিমান ঘটতে পারে তার ধারণা থাকা চাই। কর্মের ফল কী ঘটতে পারে তা যদি কর্মকর্তা জানে তবে তার ওই কাজ নিয়ে অভিপ্রেত। ওই জন্য অভিপ্রেত কাজে নৈতিক দায়িত্ব ব্যক্তিকে গ্রহণ করতে হয়।
সুতরাং যে মানসিক স্তরে উদ্দেশ্য, উপায় ও পরিণাম সম্পর্কে ধারণা থাকে। তাকে অভিপ্রায় বলে। এটি নৈতিক ক্রিয়ার শেষ মানসিক স্তর। ব্যক্তির অভিপ্রায় তার সমগ্রই নৈতিক সত্ত্বার পরিয়ে হয়।
নৈতিকবিচারে অভিপ্রায়ের মধ্যে প্রতিকূল ও অনুকূলে উভয়েরই উপাদানই থাকে। যেমন – ছেলের কল্যানের জন্য পিতা তাকে শাস্তি দেয়। এখানে পিতার উদ্দেশ্য হল ছেলের কল্যান সাধন, আর পিতার অভিপ্রায় হল ছেলের কল্যান এবং ছেলেকে শাস্তি দেওয়া।
মিল , বেন্থাম প্রমুখ উপযোগিতাবাদী দার্শনিকগন অভিপ্রায়কে নৈতিক বিচারে বিষয়বস্তু বলেছেন। একজন গরীব মানুষ তার পরিবারকে দারিদ্রতার হাত থেকে রক্ষা করার জন্য কোনো ধনী ব্যক্তিকে খুন করতে পারে, এক্ষেত্রে উদ্দেশ্যকে বিচার করে তার কাজকে বিচার করা যাবে না, কিন্তু তার কাজের ফল এড়িয়ে যেতে পারে না।
আরো পড়ুনঃ
- লৌকিক মতে দ্রব্যে কি ও দ্রব্যের বৈশিষ্ট্য লেখ|
- নৈতিক ক্রিয়া ও অনৈতিক ক্রিয়ার পার্থক্য|
- সরল বস্তুবাদের মূল বক্তব্যগুলি কি কি |
- দর্শন ও বিজ্ঞানের মধ্যে সম্পর্ক কি |
- জানা ক্রিয়াপদটি কি কি অর্থে ব্যবহৃত হয় |
- চরমপন্থী ও নরমপন্থী বুদ্ধিবাদের পার্থক্য লেখ |
- বাচনিক জ্ঞানের শর্তগুলি আলোচনা করো |
- হিউমের সতত সংযোগবাদ তত্ত্ব সমালোচনাসহ |
- কার্যকারণ সম্পর্কে প্রসক্তি তত্ত্ব সমালোচনা সহ ।