মার্কস এর রাষ্ট্র সম্পর্কিত তত্ত্ব

প্রিয় পাঠক আজকের পর্বে  Class 12 Political Science- এর একটি গুরুত্বপূর্ন প্রশ্ন আজকে আলোচনা করতে চলেছি। প্রশ্নটি হল- মার্কস এর রাষ্ট্র সম্পর্কিত তত্ত্ব।  Class 12 Political Science Notes যারা খুঁজছ তাদের জন্য এই পোস্টটি খুবই গুরুত্বপূর্ন। Class 12 Political Science Question Answer এর মধ্যে যে প্রশ্নটি আলোচনা করা হল তা হল-রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে মার্কসীয় তত্ত্বটি ব্যাখ্যা করো / মার্কসের রাষ্ট্র ও বিপ্লব সম্পর্কিত তত্ত্বটি আলোচনা করো।

মার্কস এর রাষ্ট্র সম্পর্কিত তত্ত্ব
মার্কস এর রাষ্ট্র সম্পর্কিত তত্ত্ব

 

রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে মার্কসীয় তত্ত্বটি ব্যাখ্যা করো

ভূমিকাঃ

বৈজ্ঞানিক সমাজতন্ত্রবাদের প্রবক্তা হলেন কার্ল মার্কস । মাকর্সবাদের অন্যতম  হল রাষ্ট্রের উৎপত্তি ও কার্যাবলি সংক্রান্ত তত্ত্ব। ফ্রেডেরিক এঙ্গেলস্‌ ও কার্ল মাকর্সের যৌথ উদ্যোগে রচিত ‘কমিউনিষ্ট ইস্তাহার’ গ্রন্থে বিশ্বের মেহেনতি মানুষের পুঁজিবাদী শাসন ব্যবস্থা থেকে মুক্তির আলোকবার্তিকা তুলে ধরেছেন।

 শ্রেণী শোষণের হাতিয়ার হিসাবে রাষ্ট্র :

মার্কস ও এঙ্গেলস সামাজিক অগ্রগতির স্তরকে 4 টি ভাগে ভাগ করেছেন। আদিম সমভোগবাদী সমাজ, দাস সমাজ, সমাজতান্ত্রিক সমাজ ও বুর্জুয়া সমাজ।  আদিম সমভোগী সমাজে ব্যক্তিগত সম্পত্তি বা শ্রেণী শোষণ ছিল না। দাস যুগে রাষ্ট্র ছিল দাসেদের দমনের জন্য দাস মালিকদের রাষ্ট্র। সামন্তযুগে রাষ্ট্র ছিল অভিজাতদের সংস্থা এবং ধনতান্ত্রিক শাসন ব্যবস্থায় রাষ্ট্র হল পুঁজিপতি কর্তৃক শ্রমিকের শোষণের হাতিয়ার অর্থাৎ, রাষ্ট্র শ্রেণী শোষণের যন্ত্র।

শ্রেণী বিভক্ত সমাজে বিশেষ করে দুর্বল শ্রেণীর উপর বিত্তমান শ্রেণীর শাসন প্রতিষ্ঠান রাখার অর্থনৈতিক সংগঠন হল রাষ্ট্র। মাকর্সের ভাষায় ‘It is a camouttaged dictatorship of the bourgeoisie ’   অর্থাৎ ” গণতন্ত্রের মুখশের আরালে আধুনিক রাষ্ট্র বুর্জুয়া শ্রেণীর একনায়কত্ব ছাড়া অন্য কিছু নয় ”

 শ্রেণী শোষণের যন্ত্র :

মার্কস দেখিয়েছেন সব সমাজে রাষ্ট্রই শ্রেণী শোষণের যন্ত্র। মাকর্সের ভাষায় “ অন্য একটি শ্রেণীকে দমন করার জন্য শ্রেণীর সংগঠিত ক্ষমতা। ” শাসক শ্রেণীর স্বার্থ রাষ্ট্রের মধ্য দিয়ে সাধারণ স্বার্থ রূপে প্রকাশ পায়। এইজন্য মার্কস সাধারণ স্বার্থকে অলীক স্বার্থ বলেছেন। মার্কস ও এঙ্গেলস দেখিয়েছেন সমাজ ব্যবস্থার মৌলিক পরিবর্তনের সাথে সাথে রাষ্ট্রেও রূপগত পরিবর্তন হয়।

 সমাজ তান্ত্রিক রাষ্ট্র : 

ধনতান্ত্রিক শাসন ব্যবস্থায় শোষণের মাত্রা যত বৃদ্ধি পাবে তত শ্রেণী দ্বন্দ বাড়বে। তখন সর্বহারা শ্রেণী শোষণের হাত থেকে মুক্তি পেতে বিপ্লবের মাধ্যম্যে যে নতুন সমাজ ব্যবস্থা গড়ে তুলবে তা হল সমাজতন্ত্র। সমাজতান্ত্রিক রাষ্ট্রে কোনো ব্যাক্তিগত মালিকানা থাকবে না, নারীজাতিকে সমান অধিকার দেওয়া হবে , দেশের ধনসম্পদ সমগ্র জনগণের হাতে প্রদান করা হবে। সর্বোপরি শ্রেণী শোষণ বলে সমাজে আর কিছু থাকবে না।

 রাষ্ট্রের অবলুপ্তি :

পুঁজিবাদী শাসন ব্যবস্থায় প্রত্যেক যখন নিজের সামর্থ অনুযায়ী কাজ করবে এবং তার প্রয়োজন অনুসারে সব কিছু লাভ করবে তখন শ্রেণী শোষণের অবসান ঘটবে। তখন আর রাষ্ট্রের প্রয়োজনীয়তা থাকবে না। এইভাবে শ্রেণী শোষণও শ্রেণী শাসনের হাতিয়ার হিসাবে যে সমাজ গড়ে উঠেছিল শ্রেণী দ্বন্দের মধ্য দিয়ে তার প্রয়োজন ফুরিয়ে যাবে।

 সমালোচনা  : 

পশ্চিমি রাষ্ট্রবিজ্ঞানী রাইট মিলস্‌ ও কার্লপপার মার্কসের রাষ্ট্র সম্পর্কিত তত্ত্বের সমালোচনা করেছেন। তিনি বলেছেন মার্কসের ধারণা আংশিক সত্য। উন্নত ধনতান্ত্রিক সমাজগুলিতে রাষ্ট্র যে সব কাজ করে তার ব্যাখ্যা মার্কসীয় তত্ত্বে পাওয়া যায় না। মার্কসের ঐতিহাসিক বস্তুবাদ ব্যাখ্যা করলে জানা যায় যে, মার্কস, কখনোই ইতিহাস সর্বোস্যতাবাদী ছিলেন না। তার লক্ষ ছিল সমাজকে জানা।

সর্বশেষে উল্লেখ করা দরকার যে, মার্কস সম্পূর্ণ কোনো রাষ্ট্র তত্ত্ব নির্মাণ করেননি , তিনি শুধুমাত্র সূত্রগুলি উপস্থাপন করেছেন। যার মাধ্যমে রাষ্ট্র একটি কাঠামো সম্পর্কে লাভ করা যায়।

Thanks for Reading-রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে মার্কসীয় তত্ত্বটি ব্যাখ্যা করো। 

 


প্রশ্ন উত্তর:

১. কার্ল মার্ক্সের রাষ্ট্র তত্ত্ব কি?

উত্তর-  ধনতান্ত্রিক শাসন ব্যবস্থায় রাষ্ট্র হল পুঁজিপতি কর্তৃক শ্রমিকের শোষণের হাতিয়ার অর্থাৎ, রাষ্ট্র শ্রেণী শোষণের যন্ত্র।

২. রাষ্ট্র শ্রেণী শোষণের যন্ত্র কে বলেছেন?

উত্তর- রাষ্ট্র শ্রেণী শোষণের যন্ত্র বলেছেন কার্ল মার্ক্স।


আরো পড়ুন:-


 

Leave a comment