একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান সেমিস্টার II- এর Unit -1: Key Concept Of Political Theory-এর অন্তর্ভুক্ত Law, Liberty , Equality , Justice, Separation Of Powers . একাদশ শ্রেণীর Political Science এই অধ্যায়ঃরাজনৈতিক তত্ত্বের মূল ধারণাসমূহ থেকে ৬ নম্বরের Descriptive প্রশ্নের উত্তর লিখতে হবে । তাই আজ আমরা Class 11 Political Science 1st Chapter থেকে ৬ নম্বরের কিছু গুরুত্বপূর্ণ ব্যাখ্যামূলক প্রশ্নউত্তর আলোচনা করবো। একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞানের আইন কাকে বলে আইনের উৎস গুলি কি কি |
WBCHSE Class 11 Political Science ,-এর এই পর্বে আমাদের আলোচ্য বিষয়ঃ একাদশ শ্রেণী রাষ্ট্রবিজ্ঞান | আইন কাকে বলে আইনের উৎস গুলি আলোচনা করো |
আমরা সহজ ও সংশ্লিষ্ট ভাষায় গুরুত্বপূর্ণ তথ্য স্বরূপ বিষয়গুলি উপস্থাপন করে থাকি । যা তোমাদের পরীক্ষার প্রস্তুতিতে খুবই সহায়ক হবে ,বলেই আশা রাখি ।পরবর্তীতে একাদশ শ্রেণীর আরও অন্যান্য বিষয়ের গুরুত্বপূর্ণ সব NOTES পেতে darsanshika.com পেজটিতে অবশ্যই Visit করুন।
আইন কাকে বলে | আইনের উৎস গুলি আলোচনা করো |
আইন কাকে বলেঃ
সাধারণ অর্থে আইন বলতে বোঝায়, রাষ্ট্রের নিয়মকানুনকে। ঊনবিংশ শতাব্দীর ইংরেজ আইনবিদ জন অস্টিন আইনের শ্রেষ্ঠ সংজ্ঞা দিয়েছেন। তার মতে আইন হল সার্বভৌমের নির্দেশ। ইংরেজ দার্শনিক T.H green আইনের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন, আইন হল অধিকার ও কর্তব্যের ব্যবস্থা যা রাষ্ট্র কার্যকর করে।
মার্কসবাদীদের মতে, আইন বলতে বোঝায় নিয়ম কানুনের সমষ্টি যা শাসক শ্রেণীর স্বার্থকে রক্ষা করে এবং যার দ্বারা মালিক শ্রেণী উপকৃত হয়।
আরও পড়ুন –
- Related Post:
- Class 11 Political Science প্রথম অধ্যায়ঃ রাজনৈতিক তত্ত্বের মূল ধারণাসমূহ ২ নম্বরের সংক্ষিপ্ত প্রশ্নউত্তর |
আইনের উৎস গুলি কি কিঃ
ভূমিকাঃ
রাষ্ট্রই আইনে প্রধান উৎস। রাষ্ট্র নিয়মকানুনকে বিধিবদ্ধ করে, আইনকে বৈধতা দেয়। এছাড়া আইনের বিভিন্ন উৎস আছে, যেগুলি কম শক্তিশালী নয়। আইনের উৎস গুলি নিম্নে আলোচনা করা হল –
(i) প্রথা / রীতিনীতিঃ
প্রথা হল প্রাচীন উৎস। সামাজিক জীবন যাত্রা নিয়ন্ত্রিত হতো প্রথার মাধ্যমে। অর্থাৎ প্রথা হল সমাজ জীবন থেকে উদ্ভুত সেই সব নিয়ম কানুন যেগুলি ব্যক্তির জীবন যাত্রাকে নিয়ন্ত্রণ করে। তাই প্রথাগুলি একসময় আইনের স্বীকৃতি পায়। রাষ্ট্রবিজ্ঞানী ম্যাকাই ভার, হেনরি মেইন প্রমুখ প্রথাকে আইনের প্রধান উৎস বলে মনে করে।
(ii) ধর্মঃ
ধর্ম আইনের প্রাচীন উৎস ধর্ম -এর অনুশাসন বিশ্বে মর্যাদা সহকারে পালিত হয়ে থাকে। ধর্মীয় অনুশাসনের যেগুলো সমাজ জীবনকে বিকশিত ও শৃঙ্খলাবদ্ধ করে সেগুলো পরিবর্তীতে হয়ে রাষ্ট্রীয় আইনের আইনের মর্যাদা লাভ করে। যেমন – হিন্দু , মুসলিম ও খ্রিষ্ট্রীয় আইন।
(iii) বিচারকের রায়ঃ
বিচারকের কাজ অনেক আইন ব্যাখা করতে গিয়ে নিজেদের বিবেক ও অভিজ্ঞতা থেকে অনেক নতুন আইনের জন্ম দেয়। আমেরিকা ও ভারতের সুপ্রিমকোর্ট বিচার বিভাগীয় সমীক্ষার মাধ্যমে নতুন নতুন আইন রচনা করে।
(iv) ন্যায় বিচারঃ
সমাজের পরিবর্তনের সাথে সাথে প্রচলিত আইনগুলি যখন অনুপযুক্ত হয়ে পড়ে, তখন নতুন সমস্যার সমাধান করার জন্য বিচারকেরা নিজেদের বিচার বুদ্ধি ও ন্যায় বোধকে কাজে লাগিয়ে নতুন আইনের সৃষ্টি করে।
(v) বিজ্ঞান সম্মত আলোচনাঃ
আইনের গুরুত্বপূর্ণ উৎস হল আইন সম্পর্কিত গবেষণা পত্র। আইনজ্ঞ পন্ডিতেরা বিভিন্ন সময় আইন রচনা করতে গিয়ে আইনের মূল নীতি গুলিকে নিয়ে ব্যাখা করে। এর ফলে নতুন নতুন আইনের সৃষ্টি হয়।
(vi) আইন সভাঃ
আধুনিক রাষ্ট্রে আইন সভা হল আইনের প্রধান উৎস। আইনসভা সমাজের সাথে সংগতি রেখে নতুন নতুন আইন তৈরি করে। আইনসভা হল জন প্রতিনিধিত্ব মূলক পরিষদ। তাই আইনসভা জনগণের মতের সাথে সংগতি রেখে আইন তৈরি করে।
উপসংহারঃ
এখানে মনে রাখা দরকার সমাজে ও রাষ্ট্রের বিবর্তন ঘটছে। এর পাশাপাশি আইনের উৎস পরিবর্তীতে হচ্ছে। প্রাচীনকালে যেখানে প্রথা আইনের উৎস হিসাবে কাজ করে, বর্তমান কালে সেখানে আইন সভা, বিচারকের রায়, আইনের উৎস হিসাবে কাজ করে। তবে আধুনিক কালে জনমত আইনের অন্যতম একটি উৎস। কারণ জনমতের প্রভাবে সরকার আইন তৈরি করে।
একাদশ শ্রেণীর আরো অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় পড়ুনঃ
- দানবীর কর্ণ নাট্যংশের শব্দার্থ ও বঙ্গানুবাদ | Sanskrit Class 11
- দানবীর কর্ণ পাঠ্যাংশের ব্যাখ্যামূলক প্রশ্নউত্তর । Sanskrit class 11
- দানবীর কর্ণ পাঠ্যাংশের ব্যাখ্যামূলক প্রশ্নউত্তর । Sanskrit class 11
- কৌটিল্যের অর্থশাস্ত্র বিষয়বস্তু |একাদশশ্রেণী ইতিহাস দ্বিতীয় সেমিস্টার
- ব্রাহ্মণ্য ও বৌদ্ধ শিক্ষার মধ্যে সাদৃশ্য বৈসাদৃশ্যগুলি উল্লেখ করো । class 11 Education
- নিরপেক্ষ ন্যায়ের বৈধতা বিচার করো | class 11 philosophy
- যৌগিক যুক্তিঃপ্রাকল্পিক ও বৈকল্পিক সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর | class 11 philosophy
- একাদশ শ্রেণী বাংলা | নুন কবিতার সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর |
- একাদশ শ্রেণী বাংলা | তেলেনাপোতা আবিষ্কার বড় প্রশ্নউত্তর |
প্রশ্ন উত্তরঃ
১. আইনের কাকে বলে ?
সাধারণ অর্থে বলতে বোঝায় রাষ্ট্রের নিয়মকানুনকে। ঊনবিংশ শতাব্দীর ইংরেজ আইনবিদ জন আস্টিন আইনের শ্রেষ্ঠ সংজ্ঞা দিয়েছেন। তার মতে আইন হল সার্বভৌমের নির্দেশ।
২. আইনের উৎস কয়টি কি কি ?
উত্তরঃ আইনের চারটি উৎস হল –
(i) প্রথা
(ii) ধর্ম
(iii) আইনসভা
(iv) বিচারকের রায়।
৩. আইনের বৈশিষ্ট্য গুলো কি কি ?
উত্তরঃ আইনের বৈশিষ্ট্য গুলো হলঃ-
(i) আইন হল একটি রাষ্ট্রের নিয়মের সমষ্টি।
(ii) রাষ্ট্র আইন তৈরি করে মানুষের মৌলিক অধিকার গুলিকে সুরক্ষিত করে।
(iii) রাষ্ট্রীয় আইন রাষ্ট্রের সকল জনগণের কাছে সমান ভাবে প্রযোজ্য।
(iv) সার্বভৌম শক্তির প্রধান কাজ হল আইনকে কার্যকর করা। আইন ভঙ্গ করলে সার্বভৌম শক্তি আইন ভঙ্গকারীকে শাস্তি প্রদান করে।
৪. আইন কয় প্রকার ও কি কি ?
উত্তরঃ সাধারণত আইন দুই প্রকার- (i) প্রাকৃতিক আইন (ii) দেশীয় আইন, (iii) আন্তর্জাতিক আইন ।
৫. আইন সম্পর্কে দুটি উল্লেখযোগ্য মতবাদের নাম লেখো।
উত্তরঃ আইন সম্পর্কে দুটি উল্লেখযোগ্য মতবাদ হল-
- বিশ্লেষনমূলক মতবাদ
- ঐতিহাসিক মতবাদ