প্রিয় শিক্ষার্থী আজকের পর্বে আমরা উপস্থাপন করতে চলেছি একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের সংস্কৃত সাহিত্যের ইতিহাস MCQ প্রশ্ন উত্তর। সংস্কৃত সাহিত্যের ইতিহাসের একটি অংশ হল –গল্পসাহিত্যে। শিক্ষার্থীদের প্রশ্ন উত্তর করার সুবিধার জন্য আমরা প্রথমে সংক্ষিপ্ত সারে গল্পসাহিত্যে উপর আলোচনা করেছি এবং তার পরে একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার পরীক্ষার উপযুক্ত MCQ প্রশ্ন উত্তর আলোচনা করেছি। তাছাড়া সংস্কৃত সাহিত্যের ইতিহাস গল্পসাহিত্যের সৃষ্টির পিছনে মূল কয়টি কারণ আছে?– তা একটি লাইনে বলা হয়েছে।
গল্পসাহিত্য– পঞ্চতন্ত্র ,হিতোপদেশ ,কথাসরিৎসাগর থেকে যেসব Mcq প্রশ্ন উত্তর দেওয়া হল সেগুল তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করবে তাহলে পরীক্ষা নিশ্চিত ভাবে ভালো হবে।
একাদশ শ্রেণীর সংস্কৃত সাহিত্যের ইতিহাস MCQ Semester-1 | গল্পসাহিত্য- পঞ্চতন্ত্র ,হিতোপদেশ ,কথাসরিৎসাগর
গল্পসাহিত্য-এর ভূমিকা
সৃষ্টিঃ
ভারতবর্ষে গল্পসাহিত্য সৃষ্টি হয়েছে বৈদিক যুগ থেকে গল্প বলা ও গল্প শোনার প্রবৃত্তি থেকেই সৃষ্টি হয়েছে গল্পসাহিত্য। গল্পের উল্লেখ রয়েছে বেদে, রামায়ণ, মহাভারত, পুরাণ উপনিষদ ।
গল্পগ্রন্থের নাম ও লেখক পরিচয়ঃ
১. বৃহৎকথা – গুনাঢ্য
২. বৃহৎকথামঞ্জরী – ক্ষেমেন্দ্র
৩. বেতাল পঞ্চবিংশতি – শিবদাস
৪. শুকসপ্তিকথা – চিন্তামনিভট্ট
৫. পঞ্চতন্ত্র – বিষ্ণুশর্মা
৬. হিতোপদেশ – নারায়ণ শর্মা
৭. কথাসরিৎসাগর – সোমদেব
৮. পুরুষ পরীক্ষা – বিদ্যাপতি
গল্পসাহিত্য-এর ভূমিকা থেকে MCQ প্রশ্ন- উত্তর
১. বৃহৎকথা গল্পগ্রন্থের লেখক হলেন –
a) বিষ্ণুশর্মা
b) গুনাঢ্য
c) সোমদেব
d) বিষ্ণুচরণ
Ans- b) গুনাঢ্য
২. বৃহৎকথা মঞ্জরী গল্পগ্রন্থের লেখক কে –
a) সোমদেব
b) বিষ্ণুশর্মা
c) ক্ষেমেন্দ্র
d) রামদেব
Ans- c) ক্ষেমেন্দ্র
৩. বেতাল পঞ্চবিংশতি গল্পগ্রন্থের রচয়িতা হলেন –
a) শিবদাস
b) গুনাঢ্য
c) সোমদেব
d) রামদেব
Ans- a) শিবদাস
৪. শুকসপ্তিকথা গল্পগ্রন্থের রচনা করেন –
a) রাজা অমরশক্তি
b) শিবদাস
c) চিন্তামনিভট্ট
d) রাজা বিজয়
Ans- c) চিন্তামনিভট্ট
৫. পুরুষ পরীক্ষা গল্পগ্রন্থ রচনা করেন –
a) শ্যামাপতি
b) পশুপতি
c) সোমদেব
d) বিদ্যাপতি
Ans- d) বিদ্যাপতি
পঞ্চতন্ত্র
লেখকঃ পন্ডিত বিষ্ণুশর্মা
রচনার প্রসঙ্গ
দাক্ষিনাত্যের মহিলারোপ্য নগরে রাজা অমর শক্তির তিন পুত্র ছিল, অনেক শক্তি, বসুশক্তি, উগ্রশক্তি। এরা তিন জনেই জড়বুদ্ধি সম্পন্ন ছিল। এদের শিক্ষা দেওয়ার জন্যই পন্ডিত বিষ্ণুশর্মা পঞ্চতন্ত্র রচনা করেন। মোট গল্প 72 টি।
রচনা কাল
- অনেকে বলেছে বিষ্ণুশর্মা যদি বিষ্ণুগুপ্ত হয়ে থাকেন তাহলে তিনি কৌটিল্য ও চাণক্য সমকালীন।
- পাশ্চাত্য পন্ডিত কিথ বলেছেন তিনি খ্রিষ্টীয় দ্বিতীয় শতকের।
নামকরণ
পঞ্চ + তন্ত্র
পঞ্চ- পাঁচটি
তন্ত্র – প্রসঙ্গ / খন্ড (বিতর্কিত কাহিনী)
অথএব , পঞ্চতন্ত্র = পাঁচটি প্রসঙ্গ ।
পাঁচটিতন্ত্র
১. মিত্রভেদ ( বন্ধুত্বভঙ্গ ) –
(a) মোট গল্প – 22 টি।
(b) মূল চরিত্র – দমনক ও করটক নামে দুই শৃগাল , পিঙ্গলক নামে সিংহ, সঞ্জীবক নামে একটি ষাঁড়।
(c) শিক্ষা – দান, ভেদ ও দন্ডনীতি প্রভৃতি রজনীতির কথা।
২. মিত্রপ্রাপ্তি (বন্ধুত্বলাভ ) –
(a) মোট গল্প – 6 টি ।
(b) লঘুপাত নামে কাকের গল্প দিয়ে শুরু ।
৩. কাকোলূকীয় (চিরশত্রুতা ) –
(a) কাক ও পেঁচার মধ্যে শ্ত্রুতা বাঁধলে বনের অন্যান্য পাখিদের পরামর্শে পেঁচাকে শদয়স্তা করার গল্প।
(b) 4 টি গল্প ।
৪.লব্ধ প্রণাশ (পেয়ে হারানো) –
(a) মোট গল্প – 17 টি ।
(b) অধম ব্যক্তির শেষ পরিণত যে সর্বনাশ তা ধর্মবুদ্ধি ও পাপ বুদ্ধির গল্পের মাধ্যমে বোঝানো হয়েছে।
৫. অপরীক্ষিতকারক ( হঠকারিতা) –
(a) মোট গল্প -15 টি ।
(b) এখানে রয়েছে রাজনীতি , সমাজনীতি , অর্থনীতি ।
পঞ্চতন্ত্র থেকে MCQ প্রশ্ন- উত্তর
১. নিম্নলিখিত কোন্টি পঞ্চতন্ত্রের তন্ত্র নয় ?
(ক) মিত্রভেদ
(খ) মিত্রপ্রাপ্তি
(গ) লব্ধপ্রণাশ
(ঘ) বিভাগসার
Ans – (ঘ) বিভাগসার
২.পঞ্চতন্ত্রের ‘ মিত্রভেদ ’ তন্ত্রে কোন্ ধরনের গল্প আছে ?
(ক) ধূর্তদের গল্প
(খ) বন্ধুর নষ্ট হওয়ার গল্প
(গ) বন্ধুলাভের গল্প
(ঘ) চিরশত্রুতার গল্প
Ans – (খ) বন্ধুর নষ্ট হওয়ার গল্প
৩. পঞ্চতন্ত্রের ‘ লব্ধপ্রণাশ ’ তন্ত্রে মোট কয়টি গল্প রয়েছে ?
(ক) পনেরোটি
(খ) ষোলোটি
(গ) সতেরোটি
(ঘ) আঠারোটি
Ans – (গ) সতেরোটি
৪. পঞ্চতন্ত্রের রচয়িতা হলেন –
(ক) রামশর্মা
(খ) বিষ্ণুশর্মা
(গ) কীর্তিবর্মা
(ঘ) নারায়ণশর্মা
Ans – (খ) বিষ্ণুশর্মা
৫. পঞ্চতন্ত্রের ‘ মিত্রপ্রাপ্তি ’ তন্ত্রে মোট গল্প রয়েছে –
(ক) ছয়টি
(খ) সাতটি
(গ) আটটি
(ঘ) দশটি
Ans –(ক) ছয়টি
৬ . পঞ্চতন্ত্রের ‘ অপরীক্ষিতকারক ’ তন্ত্রে –
(ক) হঠকারীদের গল্প আছে
(খ) বন্ধুলাভের গল্প আছে
(গ) বন্ধুবিচ্ছেদের গল্প আছে
(ঘ) ধূর্তদের গল্প আছে
Ans – (ক) হঠকারীদের গল্প আছে
৭. পঞ্চতন্ত্রে , অমরশক্তি কোথাকার রাজা ছিলেন ?
a) উত্তরবঙ্গের
b) দাক্ষিনাত্যের মহিলারোপ্য
c) দক্ষিণবঙ্গের
d) পাটলিপুত্র নগরের
Ans- b) দাক্ষিনাত্যের মহিলারোপ্য
৮. অমর শক্তির কয়টি পুত্র ছিল?
a)চারটি
b) ছয়টি
c) দুটি
d)তিনটি
Ans- d)তিনটি
৯. অমর শক্তির তিন পুত্র -এর নাম কি ছিল ?
a) বিষ্ণু, গৌর, জয়দেব
b) অনেক শক্তি, বসুশক্তি, উগ্রশক্তি
c) রাম, লক্ষণ, ভরত
d) বলরাম , শক্তিরাম, ভক্তরাম
Ans- b) অনেকশক্তি, বসুশক্তি, উগ্রশক্তি
১০. অমর শক্তির তিন পুত্র কেমন ছিল ?
a) জড়বুদ্ধি সম্পন্ন
b) প্রখরবুদ্ধি সম্পন্ন
c) খুব জ্ঞানী
d) খুব চতুর
Ans- a) জড়বুদ্ধি সম্পন্ন
১১. পঞ্চতন্ত্রে কটি গল্প রয়েছে ?
a) 20টি
b) 52 টি
c) 70 টি
d) 72 টি
Ans- d) 72 টি
১২. কাদের শিক্ষা দেওয়ার জন্য পন্ডিত বিষ্ণুশর্মা পঞ্চতন্ত্র রচনা করেন ?
a) রাজা অমরশক্তির পুত্রদের
b) রাজা দশরথের পুত্রদের
c) রাজা রামের পুত্রদের
d) শিবাজির পুত্রদের
Ans- a) রাজা অমরশক্তির পুত্রদের
১৩. পঞ্চতন্ত্র রচিত হয় –
a) খ্রিষ্টীয় সপ্তম শতকে
b) খ্রিষ্টীয় প্রথম দশকে
c) খ্রিষ্টীয় তৃতীয় শতকে
d) খ্রিষ্টীয় দ্বিতীয় শতকে
Ans- d) খ্রিষ্টীয় দ্বিতীয় শতকে
১৪. পঞ্চতন্ত্র কথার অর্থ কি ?
a) দুইটি প্রসঙ্গ
b) চারটি প্রসঙ্গ
c) পাঁচটি প্রসঙ্গ
d) সা্তটি প্রসঙ্গ
Ans- c) পাঁচটি প্রসঙ্গ
১৫. মিত্রভেদ কথার অর্থ কি ?
a) বন্ধুত্বভঙ্গ
b) বন্ধুসঙ্গ
c) বন্ধুত্ববিচ্ছেদ
d) মিত্রতা
Ans- a) বন্ধুত্বভঙ্গ
১৬. মিত্রভেদে কয়টি গল্প রয়েছে ?
a) 25 টি
b) 32 টি
c) 22 টি
d) 20 টি
Ans- c) 22 টি
১৭. মিত্রভেদে দমনক ও করটক এরা কারা ?
a) দুই মুণ্ডক
b) দুই গাভী
c) দুই সিংহ
d) দুই শৃগাল
Ans-d) দুই শৃগাল
১৮. মিত্রভেদে, সিংহটির নাম কি ছিল?
a) পিঙ্গলক
b) পিলক
c) পিঙ্গল
d) দমনক
Ans- a) পিঙ্গলক
১৯. সঞ্জীবক একটি _____________।
a) শৃগাল
b)সিংহ
c)পক্ষী
d) ষাঁড়
Ans- d) ষাঁড়
২০ . মিত্রপ্রাপ্তিতে মোট গল্পের সংখ্যা __________।
a) 7 টি
b) 6টি
c) 8 টি
d) 9 টি
Ans- b) 6টি
২১. লঘুপাত একটি ______ ।
a) কাকের নাম
b) বকের নাম
c) পক্ষীর নাম
d) পেঁচার নাম
Ans- a) কাকের নাম
২২. কাকোলূকীয় কথার অর্থ কি ?
a) বন্ধুত্বলাভ
b) মিত্রতা
c) চিরশত্রুতা
d) কোনটিই নয়
Ans- c) চিরশত্রুতা
২৩. কাকোলূকীয় গল্পে কীসের কথা বলা হয়েছে ?
a) কাক ও ময়ূরের মধ্যে শ্ত্রুতার কথা
b) কাক ও পেঁচার মধ্যে শ্ত্রুতার কথা
c) শৃগাল ও সিংহের মধ্যে শ্ত্রুতার কথা
d) দমনক ও করটক মধ্যে শ্ত্রুতার কথা
Ans- b) কাক ও পেঁচার মধ্যে শ্ত্রুতার কথা
২৪ . কাকোলূকীয়তে গল্পের সংখ্যা ____।
a) 7 টি
b) 3 টি
c) 5 টি
d) 4 টি
Ans- d) 4 টি
২৫. কাদের পরামর্শে কাক পেঁচাকে শায়েস্তা করেছিলো –
a) অন্যান্য পশুদের পরামর্শে
b) অন্যান্য পাখিদের পরামর্শে
c) অন্যান্য লোকজনের পরামর্শে
d) ময়ূরের পরামর্শে
Ans- b) অন্যান্য পাখিদের পরামর্শে
২৬. লব্ধ প্রণাশ কথার অর্থ কি ?
a) পেয়ে হারানো
b) না পাওয়া
c) সব পাওয়া
d) সব হারানো
Ans- a) পেয়ে হারানো
২৭. লব্ধ প্রণাশ মোট গল্পের সংখ্যা কয়টি __ ।
a) 15 টি
b) 11টি
c) 17 টি
d) 22টি
Ans- c) 17 টি
২৮. লব্ধ প্রণাশ -এ কীসের গল্প রয়েছে ?
a) কাক ও পেঁচার গল্প
b) বুদ্ধির গল্প
c)ধর্ম যুদ্ধের গল্প
d) ধর্মবুদ্ধি ও পাপ বুদ্ধির গল্প
Ans- d) ধর্মবুদ্ধি ও পাপ বুদ্ধির গল্প
২৯. অপরীক্ষিতকারক কথার অর্থ কি ?
a) চাটুকারিতা
b) হঠকারিতা
c) ধর্মবুদ্ধি
d) পাপবুদ্ধি
Ans- b) হঠকারিতা
৩০. অপরীক্ষিতকারক -এ কীসের কথা রয়েছে ?
a) রাম, রাবণের যুদ্ধের কথা
b) সাম্রাজ্য বিস্তারের কথা
c) রাজার রাজ্য জয়ের কথা
d) রাজনীতি , সমাজনীতি , অর্থনীতির কথা
Ans- d) রাজনীতি , সমাজনীতি , অর্থনীতির কথা
সংস্কৃত সাহিত্যের ইতিহাস থেকে টিকা লেখ ।
পঞ্চতন্ত্র টিকা K D E / V – 100
হিতোপদেশ
রচয়িতা –পন্ডিত নারায়ণ শর্মা ।
ভূমিকাঃ
পঞ্চতন্ত্র অনুসারে লেখক একটি গল্পগ্রন্থ। মোটগল্প – 43 টি । পঞ্চতন্ত্র থেকে নেওয়া – 25 টি গল্প ।
রচনার ইতিহাস / উদ্দেশ্যঃ
পন্ডিত নারায়ণ শর্মা ছিলেন রাজা ধবলচন্দ্রের সভাকবি । তিনি পাটলিপুত্র নগরে রাজা সুদর্শনের পুত্রদের নীতি শিক্ষা প্রদানের উদ্দেশ্য হিতোপোদেশ গ্রন্থটি রচনা করে।
রচনাকালঃ
নবম থেকে চতুর্দশ শতাব্দী মধ্যে এই গ্রন্থটি রচিত ।
গ্রন্থপরিচয়ঃ
হিতোপদেশে চারটি অধ্যায় আছে – (i) মিত্রলাভ (ii) সুহৃদভেদ (iii) বিগ্রহ (iv) সন্ধি ।
(i) মিত্রলাভঃ
এতে রয়েছে অপরিচিতদের সঙ্গে কীভাবে নতুন করে বন্ধুত্ব স্থাপন করা যায় ।
(ii) সুহৃদভেদঃ
এতে আছে বন্ধুত্ব কীভাবে নষ্ট হয় ।
(iii) বিগ্রহঃ
এতে আছে যুদ্ধ , দ্বন্দ ও উপদেশ ।
(iv) সন্ধিঃ
এতে রয়েছে বৈরিতা বা শত্রু নাশের উপায় ।
মূল্যায়নঃ
কোমলমতি শিশুদের নীতিশিক্ষ দেওয়া যাতে জীবনের চলার পথ সহজ হয়।
হিতোপদেশ থেকে MCQ প্রশ্ন- উত্তর
১.‘ হিতোপদেশ ’ গ্রন্থটির রচয়িতার নাম কী ?
a) নারায়ণশর্মা
b) বিষ্ণুশর্মা
c) রামশর্মা
d) কীর্তিবর্মা
Ans – (a) নারায়ণশর্মা
২. ‘ হিতোপদেশ ’ গ্রন্থটি কয়টি অধ্যায়ে বিভক্ত ?
a) তিনটি
b) চারটি
c) পাঁচটি
d) সাতটি
Ans – (b) চারটি
৩. ‘হিতোপদেশ’ গ্রন্থের চারটি অধ্যায় হল –
a) মিত্রলাভ, মিত্রভেদ , বিগ্রহ ও সন্ধি
b) মিত্রভেদ , সুহৃদ্ভেদ , লব্ধপ্রণাশ ও বিগ্রহ
c) মিত্রলাভ , বিগ্রহ , সুহৃদ্ভেদ ও সন্ধি
(d) মিত্রলাভ , সুহৃদ্ভেদ , বিগ্রহ ও সন্ধি
Ans – (d) মিত্রলাভ , সুহৃদ্ভেদ , বিগ্রহ ও সন্ধি
৪. ‘ হিতোপদেশ ’ গ্রন্থটিতে কয়টি গল্প আছে ?
(ক) ৩৭ টি
(খ) ৪১ টি
(গ) ৪৩ টি
(ঘ) ৫১ টি
Ans – (গ) ৪৩ টি
৫. পন্ডিত নারায়ণ শর্মা ছিলেন __।
a) রাজা ধবলচন্দ্রের বিদূষক
b) রাজা ধবলচন্দ্রের মন্ত্রী
c) রাজা ধবলচন্দ্রের সখা
d) রাজা ধবলচন্দ্রের সভাকবি ।
Ans- d) রাজা ধবলচন্দ্রের সভাকবি ।
৬. পাটলিপুত্র নগরে রাজা কে ছিলেন –
a) সুদর্শন
b) বিজয়
c) দশরথ
d) সোমনাথ
Ans- a) সুদর্শন
৭. হিতোপোদেশ গ্রন্থটি রচনার উদ্দেশ্য –
a) দশরথ পুত্রদের অর্থনীতিশিক্ষা প্রদান
b) দশরথ পুত্রদের নীতি শিক্ষা প্রদান
c) সুদর্শনের পুত্রদের ধর্মশিক্ষা প্রদান
d) সুদর্শনের পুত্রদের নীতি শিক্ষা প্রদান
Ans- d) সুদর্শনের পুত্রদের নীতি শিক্ষা প্রদান
৮. হিতোপদেশ গ্রন্থটি রচিত হয় –
a) একাদশ থেকে চতুর্দশ শতাব্দী মধ্যে
b) নবম থেকে দশম শতাব্দী মধ্যে
c) নবম থেকে চতুর্দশ শতাব্দী মধ্যে
d) অষ্টম থেকে চতুর্দশ শতাব্দী মধ্যে
Ans- c) নবম থেকে চতুর্দশ শতাব্দীর মধ্যে
৯. হিতোপদেশে কটি অধ্যায় আছে –
a)7টি
b)4 টি
c)5 টি
d)8 টি
Ans- b) 4 টি
১০. কোন অধ্যায়টি হিতোপদেশের অর্ন্তভুক্ত নয়-
a) মিত্রলাভ
b) সুহৃদভেদ
c) সন্ধি
d) লব্ধ প্রণাশ
Ans- d) লব্ধ প্রণাশ
১১. সুহৃদভেদ – এই অধ্যায়টিতে কীসের কথা রয়েছে –
a) বন্ধুত্ব কীভাবে গড়ে ওঠে
b) বন্ধুত্ব কীভাবে নষ্ট হয়
c) দ্বন্দ ও উপদেশের কথা
d) শত্রু নাশের কথা
Ans- b) বন্ধুত্ব কীভাবে নষ্ট হয়
১২. মিত্রলাভ -এই অধ্যায়টিতে কীসের কথা বলা হয়েছে-
a) শত্রু নাশের কথা
b) দ্বন্দ ও উপদেশের কথা
c) বন্ধুত্ব কীভাবে নষ্ট হয়
d) বন্ধুত্ব কীভাবে স্থাপন করা যায়
Ans- d) বন্ধুত্ব কীভাবে স্থাপন করা যায়
১৩. হিতোপদেশের কোন অধ্যায়টিতে যুদ্ধ , দ্বন্দ ও উপদেশের কথা বলা হয়েছে –
a) ) সন্ধি
b) সুহৃদভেদ
c) মিত্রলাভ
d) বিগ্রহ
Ans- d) বিগ্রহ
১৪. সন্ধি-এই অধ্যায়টিতে কীসের কথা রয়েছে –
a) দ্বন্দ ও উপদেশের কথা
b) বন্ধুত্ব স্থাপনের কথা
c) বৈরিতা বা শত্রু নাশের উপায়
d) বন্ধুত্ব কীভাবে নষ্ট হয়
Ans- c) বৈরিতা বা শত্রু নাশের উপায়
কথাসরিৎসাগর
ভূমিকাঃ
ভারতীয় রূপকথার উৎস গুণাঢ়্যের পৈশাচী প্রাকৃতে লেখা ‘ বৃহৎকথা ’ – অনুসারে কাশ্মীরের ব্রাহ্মণ পন্ডিত সোমদেব ‘ কথাসরিৎসাগর ‘ গল্প গ্রন্থটি রচনা করেন ।
নামকরণঃ
সরিৎ – শব্দের অর্থ নদী এবং সাগর শব্দের অর্থ সমুদ্র , কথা হল বাক্ । তাই কথাসরিৎ সাগর এর অর্থ হল অনেক নদীর মিলনে কথার সাগর।
রচনার উদ্দেশ্যঃ
পন্ডিত সোমদেব কাশ্মীরের রাজা অনন্তের সভাকবি ছিল । রাজা অনন্তের পত্নী সূর্যবতীর চিত্ত বিনোদনের জন্য তিনি কথাসরিৎসাগর রচনা করেন ।
রচনা কালঃ
খ্রীষ্টায় একাদশ শতক । কাহিনী রয়েছে – 900 টি ।
গ্রন্থপরিচয়ঃ
- পরিচ্ছেদ বা লম্বক – 18 টি
- তরঙ্গ – 124 টি
- শ্লোক – 22000 টি ।
- প্রথম পরিচ্ছেদে রয়েছে – গুণাঢ়্যের বিবরণ
- দ্বিতীয় ও তৃতীয় পরিচ্ছেদে রয়েছে – বাসবদত্তা ও উদয়নের কাহিনী।
- চতুর্থ পরিচ্ছেদে রয়েছে – নরবাহন দত্তের কাহিনী ( প্রধান চরিত্র )
কথাসরিৎসাগর থেকে MCQ প্রশ্ন- উত্তর
১. ‘ কথাসরিৎসাগর ’ – এর রচয়িতা কে ?
a) বাণভট্ট
b) ভাস
c) বিষ্ণুশর্মা
d) সোমদেব
Ans – d) সোমদেব
২.‘ কথাসরিৎসাগর ’ – এ কয়টি পরিচ্ছেদ রয়েছে ?
a) পাঁচটি
b) সাতটি
c) বারোটি
d) আঠারোটি
Ans – d) আঠারোটি
৩. ‘ কথাসরিৎসাগর ’ – এর উৎস হল –
a) বাল্মীকির রামায়ণ
b) বেদব্যাসের মহাভারত
c) গুণাঢ্যের বৃহৎকথা
d) নারায়ণশর্মার হিতোপদেশ
Ans – c) গুণাঢ্যের বৃহৎকথা
৪. ‘ কথাসরিৎসাগর ’ – এর প্রধান চরিত্র হল –
a) শক্তিদেব
b) নরবাহন দত্ত
c) পিঙ্গলা
d) মৃগাবতী
Ans – b) নরবাহন দত্ত
৫. সরিৎ – শব্দের অর্থ কি?
a)পুষ্করিণী
b) হ্রদ
c) নদী
d)সাগর
Ans- c) নদী
৬. সাগর শব্দের অর্থ কি ?
a) নদী
b) পুষ্করিণী
c) হ্রদ
d) সমুদ্র
Ans- d) সমুদ্র
৭. কথাসরিৎসাগর- কথার অর্থ কি ?
a) অনেক নদীর মিলনে কথার সাগর।
b) অনেক হ্রদের মিলনে কথায় সাগর।
c) অনেক সাগরের মিলনের কথা।
d) অনেক পুস্করিণীর মিলনের কথা।
Ans- a) অনেক নদীর মিলনে কথার সাগর।
৮. কাশ্মীরের রাজা অনন্তের সভাকবি কে ছিল-
a) পন্ডিত শিবদাস
b) পন্ডিত বিষ্ণুশর্মা
c) পন্ডিত সোমদেব
d) পন্ডিত নারায়ণ শর্মা
Ans- c) পন্ডিত সোমদেব
৯. সূর্যবতী কে ছিলেন –
a) রাজা সুদর্শনের পত্নী
b) রাজা অনন্তের পত্নী
c) রাজা বিক্রমের পত্নী
d) রাজা বিজয়ের পত্নী
Ans- b) রাজা অনন্তের পত্নী
১০. কথাসরিৎসাগর রচিত হয় –
a) খ্রিষ্টীয় সপ্তম শতকে
b) খ্রিষ্টীয় দশম শতকে
c) খ্রিষ্টীয় একাদশ শতকে
d) খ্রিষ্টীয় বিংশ শতকে
Ans- c) খ্রিষ্টীয় একাদশ শতকে
১১. কথাসরিৎসাগরে কয়টি কাহিনী রয়েছে –
a) 900 টি
b) 250 টি
c) 350 টি
d) 700 টি
Ans- a) 900 টি
১২. কথাসরিৎসাগরে কয়টি শ্লোক রয়েছে –
a) 10000 টি
b) 22000 টি
c)11000 টি
d)33000 টি
Ans- b) 22000 টি
১৩. কথাসরিৎসাগরে কয়টি তরঙ্গ রয়েছে –
a) 100 টি
b) 112 টি
c) 120 টি
d)124 টি
Ans- d)124 টি
১৪. কথাসরিৎসাগরে কয়টি পরিচ্ছেদ বা লম্বক আছে –
- a) 20 টি
- b) 18 টি
- c) 16 টি
- d) 22 টি
Ans- b) 18 টি
১৫. প্রথম পরিচ্ছেদে কীসের বিবরণ রয়েছন-
a) নুনাচ্যের বিবরণ
b) অর্থনীতির বিবরণ
c) যুদ্ধের বিবরণ
d) নাটকের বিবরণ
Ans– a) নুণাঠয়ের বিবরণ
১৬. দ্বিতীয় পরিচ্ছদে কীসের কাহিনী রয়েছে-
a) রামায়ণের কাহিনী
b) বামদত্তার কাহিনী
c) গুণাঢ়্যের বিবরণ
d) রাজারানির কাহিনী
Ans- b) বামদত্তার কাহিনী
১৭. তৃতীয় পরিচ্ছদে কীসের কাহিনী রয়েছে-
a) গুণাঢ়্যের বিবরণ
b) বামদত্তার কাহিনী
c) রাজারানির কাহিনী
d) উদয়নের কাহিনী
Ans- d) উদয়নের কাহিনী
১৮. চতুর্থ পরিচ্ছদে কার কাহিনী রয়েছে –
a) উদয়নের কাহিনী
b) রাজারানির কাহিনী
c) বাসবদত্তা কাহিনী
d) নরবাহন দত্তের কাহিনী
Ans- d) নরবাহন দত্তের কাহিনী।
১৯. চতুর্থ পরিচ্ছদের প্রধান চরিত্রের নাম-
a) বাসবদত্তা
b) নরবাহন দত্ত
c) শকুন্তলা
d) উদয়ন
Ans- b) নরবাহন দত্ত
২০. কথাসরিৎসাগর রচনার উদ্দেশ্য ছিল __
a) দশরথের পত্নীর চিত্ত বিনোদন
b) অনন্তের পত্নী সূর্যবতীর চিত্ত বিনোদন
c) অমরশক্তির পুত্রদের নীতিশিক্ষা
d) দশরথের পুত্রদের নীতিশিক্ষা
Ans– b) অনন্তের পত্নী সূর্যবতীর চিত্ত বিনোদন ।
২১. দ্বিতীয় পরিচ্ছদের প্রধান চরিত্র হল –
a) রাম
b) লক্ষণ
c) অর্জুন
d) বাসবদত্তা
Ans- d) বাসবদত্তা
Thanks For Reading- একাদশ শ্রেণীর সংস্কৃত।গল্পসাহিত্য Class 11 Sanskrit MCQ Semester-1
একাদশ শ্রেনীর সংস্কৃত সাহিত্যের ইতিহাস Semester-1 থেকে আমাদের ওয়েবসাইট থেকে উপলব্ধ রয়েছে-
Semester-1 একাদশ শ্রেনীর অন্যান্য বিষয়ঃ