বর্ষাবর্ণনম্ MCQ প্রশ্ন উত্তর একাদশ শ্রেনীর সংস্কৃত Semester- 1 এর অন্তর্গত পাঠ্য বিষয়। ছাত্র ছত্রীদের সুবিধার জন্য বর্ষাবর্ণনম্ পাঠ্যাংশের সমস্ত শ্লোকের বঙ্গানুবাদ, শব্দার্থ ও প্রতিশব্দ আলোচনার করার পরে বর্ষাবর্ণনম্ MCQ প্রশ্ন উত্তর দেওয়া হল। বর্ষাবর্ণনম্ পাঠ্যাংশ থেকে পাঁচটি MCQ (1 X 5 = 5) করতে হবে।
ছাত্র ছত্রীদের সুবিধার জন্য বর্ষাবর্ণনম্ এর প্রতিটি শ্লোক ব্যাখ্যা করার পরে MCQ প্রশ্ন উত্তর দিয়ে তারপরে পরের শ্লোকটি ব্যাখ্যা ও MCQ প্রশ্ন উত্তর দেওয়া হয়েছে। এমন কি পরীক্ষা প্রস্তুতি করার জন্য Class11Sanskrit MCQ MOCK TEST Set দেওয়া হয়েছে।
বর্ষাবর্ণনম্ | Class11Sanskrit MCQ | প্রতিটি শ্লোকের ব্যাখা , শব্দার্থ ও প্রশ্ন উত্তর
উৎসঃ
রামায়ণের কিস্কিন্ধ্যা কান্ডের অষ্টবিংশতিতম (আঠাশ সংখ্যক ) সর্গ বা অধ্যায়।এই সর্গে মোট 66 টি শ্লোকে বাল্মীকি বর্ষার বর্ণনা করেছেন। এর মধ্যে 10 টি শ্লোক আমাদের বর্তমান পাঠ্যের অন্তর্গত ।
রামায়ণের সাতটি কান্ড হল
- আদি কান্ড
- অযোধ্যা কান্ড
- অরণ্য কান্ড
- কিস্কিন্ধ্যা কান্ড
- সুন্দর কান্ড
- লঙ্কা কান্ড
- উত্তর কান্ড
রামায়ণে অধ্যায় – পাঁচশত অধ্যায় রয়েছে।
শ্লোক সংখ্যা – 24000 টি ।
বর্ষাবর্ণ্নম্-এর পূর্বকথা
কিস্কিন্ধ্যা কান্ড হল রামচন্দ্র ও লক্ষণের দ্বারা সীতা উদ্ধার পূর্ব। সীতার খোঁজ করতে করতে রামচন্দ্র দন্ডকারন্য থেকে ঋঢ্যমূক পর্বতে এসে পৌঁছায় এবং যেখানে বানররাজ বালীকে হত্যা করে তার ভাই সুগ্রীবকে সিংহাসনে বসান। সগ্রীবের সাথে বন্ধুত্ব সূত্রে সুগ্রীব রামচন্দ্রকে সীতা উদ্ধারে সহায়তা করবে বলে ব্রতী হন।
কিন্তু বর্ষা সমাগত। রামচন্দ্র এখন মাল্যবান পর্বতে উপস্থিত। তিনি সুগ্রীবকে কিস্কিন্ধ্যা পুরীতে ফিরে যেতে বলেন। মাল্যবান পর্বতে থাকাকালীন সীতা বিরহে রামচন্দ্র শোকাগত। বর্ষার আগমন দেখে তিনি লক্ষণকে বর্ষার চিত্র অপূর্ব শোভায় বর্নণা করেছেন।
- বর্ষাবর্ণ্নম্ PDF BOOK
- Class 11 Sanskrit Syllabus 2024-25
বর্ষাবর্ণনম্ এর উৎস থেকে MCQ
১. বর্ষাবর্ণনম্ ’– পাঠ্যাংশটির উৎস কী –
(a) মহাভারত
(b) রামায়ণ
(c) গীতগোবিন্দ
(d) নলচম্পু
Ans – (b) রামায়ণ
২. বর্ষাবর্ণনম্ ’ পাঠ্যাংশের রচয়িতা হলেন –
(a) ব্যাসদেব
(b) বাল্মীকি
(c) কালিদাস
(d) জয়দেব
Ans – (b) বাল্মীকি
৩. রামায়নের কয়টি কান্ড –
(a) 5 টি
(b) 6 টি
(c) 7 টি
(d) 9 টি
Ans – (c) 7 টি
৪.বর্ষাবর্ণনম্ ’ রামায়নের যে কান্ডের অন্তর্গত তা হল –
(a) আদিকান্ড
(b) অযোধ্যা কান্ড
(c) অরণ্য কান্ড
(d) কিস্কিন্ধ্যা কান্ড
Ans – (d) কিস্কিন্ধ্যা কান্ড
৫. কিস্কিন্ধ্যা ‘ রামায়নের কত সংখ্যক কান্ড –
(a) প্রথম
(b) দ্বিতীয়
(c) তৃতীয়
(d) চতুর্থ
Ans – (d) চতুর্থ কান্ড
৬. বর্ষাবর্ণনম্ ’ – রামায়নের কিস্কিন্ধ্যা কান্ডের কত সংখ্যক সর্গ বা অধ্যায় –
(a) 20 সংখ্যক
(b) 24 সংখ্যক
(c) 28 সংখ্যক
(d) 25 সংখ্যক
Ans – (c) 28 সংখ্যক
৭.বাল্মীকি মোট কয়টি শ্লোকে বর্ষার বর্ণনা করেছেন –
(a) 50 টি
(b) 66 টি
(c) 65 টি
(d) 70 টি
Ans – (b) 66 টি
৮. রামায়নে সীতা উদ্ধার পর্বের নাম হল –
(a) অরণ্য কান্ড
(b) কিস্কিন্ধ্যা কান্ড
(c) সুন্দর কান্ড
(d) লঙ্কা কান্ড
Ans – (b) কিস্কিন্ধ্যা কান্ড
৯. রামায়নে অধ্যায় সংখ্যা –
(a) পাঁচশত
(b) দুইশত
(c) তিনশত
(d) ছয়শত
Ans – (a) পাঁচশত
১০.রামায়নে মোট শ্লোক সংখ্যা হল –
(a) 2400 টি
(b) 2800 টি
(c) 2300 টি
(d) 2700 টি
Ans – (a) 2400 টি
১১. রামচন্দ্র কাকে বর্ষার বর্ণনা করেছেন –
(a) সুগ্রীব
(b) বালী
(c) লক্ষণ
(d) সীতা
Ans – (c) লক্ষণ
১২.রামচন্দ্র কোন পর্বতে থাকাকালীন বর্ষা নেমে আসে –
(a) বিন্ধ্যপর্বত
(b) মাল্যবান
(c) ঋষ্যমূক
(d) কোনটি নয়
Ans – (b) মাল্যবান
১৩.বালীরাজকে কে হত্যা করেছিল –
(a) রামচন্দ্র
(b) লক্ষন
(c) সুগ্রীব
(d) রাবন
Ans – (a) রামচন্দ্র
১৪.কোন্ পর্বতে এসে বানররাজ বালীকে রামচন্দ্র হত্যা করেন –
(a) বিন্ধ্যপর্বত
(b) মাল্যবান
(c) ঋষ্যমূক
(d) দন্ড
Ans – (c) ঋষ্যমূক
বর্ষাবর্ণনম্ প্রতিটি শ্লোকের ব্যাখা , শব্দার্থ ও প্রশ্ন উত্তর
শ্লোক – ১
অয়ং স কালঃ সম্প্রাপ্তঃ সময়োহদ্য জলাগমঃ ।
সংপশ্য ত্বং নভো মেঘৈঃ সংবৃতং গিরিসন্নিভৈঃ ।।
শ্লোকের শব্দার্থঃ
অয়ং – এই স – সেই
কালঃ – কাল / সময় (বর্ষাকাল) সম্প্রাপ্ত – উপস্থিত হয়েছে।
সময়ো – সময়
অদ্য – এখন
জলাগমঃ – বৃষ্টির আগমন
সংপশ্য – দেখে / সম্যক্ভাবে দেখে
ত্বং – তুমি (লক্ষণ)
নভো – আকাশ
মেঘৈ – মেঘের দ্বারা
সংবৃতং – আচ্ছাদিত / আচ্ছন্ন
গিরিসন্নিভৈঃ – পর্বততুল্য
বঙ্গানুবাদ
এই সেই কাল এসে উপস্থিত হয়েছে। এটি হল জলাগমের সময়। লক্ষণ তুমি দেখ আকাশ পর্বতুল্য মেঘের দ্ধার আচ্ছাদি হয়েছে।
সংস্কৃত প্রতিশব্দ
নভঃ = গগনঃ
অদ্যঃ = অস্থিন
সম্প্রাপ্তঃ = সমাগতঃ
প্রথম শ্লোক থেকে MCQ
১.“ অয়ং সকালঃ ” – কোন কাল –
(a) গ্রীষ্ম
(b) বর্ষা
(c) শীত
(d) হেমন্ত
Ans – (b) বর্ষা কাল
২. একন বা আগমনের সময় তা হল –
(a) জল
(b) সূর্য
(c) বাতাস
(d) রাবন
Ans – (a) জল
৩. বর্ষার মেঘ কার সাথে তুলনীয় তা হল –
(a) পাহাড়
(b) পর্বত
(c) বায়ু
(d) সমুদ্র
Ans – (b) পর্বত / গিরি
৪.‘ নভো ’ – শব্দের অর্থ হল –
(a) পাহাড়
(b) পর্বত
(c) আকাশ
(d) নদী
Ans – (c) আকাশ
শ্লোক – ২
মেঘোদরবিনির্মুক্তাঃ কর্পূরদলশীতলাঃ ।
শক্যমঞ্জলিভি পাতুং বাতাঃ কেতকগন্ধিনঃ ।।
শ্লোকের শব্দার্থঃ
মেঘ – মেঘের
উদর – উদর থেকে / ভিতর
বিনির্মুক্তা – বর্হিগর্ত
কর্পূরদলশীতলা – কর্পূর মিশ্রিত জলের মতো শীতল / কর্পূর বৃক্ষের পাতার মতো শীতল ।
শক্যম্ – যোগ্য / উপযুক্ত
অঞ্জলিভি – অঞ্জলি ভরে
পাতুং– পান করার
বাতা – বাতাস
কেতকগন্ধিনঃ – কেতক ফুলের গন্ধযুক্ত / কেয়া ফুলের গন্ধযুক্ত ।
বঙ্গানুবাদ
মেঘের উদর থেকে বর্হিগত কর্পূর মিশ্রিত শীতল জল ও কেতক ফুলের গন্ধ মিশ্রিত বাতাস অঞ্জলিভরে পানের যোগ্য বা উপযুক্ত।
সংস্কৃত প্রতিশব্দঃ
মেঘোদরম্ = মেঘাভ্যন্তরম্
অঞ্জলিভিঃ = করপূটৈঃ
বিনিমুক্তা = আগতাঃ
বাতাঃ = সমীরণাঃ
সন্ধিবিচ্ছেদঃ
মেঘোদরঃ = মেঘ + উদরঃ
সময়োহদ্য = সময়ঃ + অদ্য
দ্বিতীয় শ্লোক থেকে MCQ
১. বাতাস কোথা থেকে নির্গত হয়েছে –
(a) মেঘের উদর
(b) পর্বতের পাদদেশে
(c) সমুদ্র
(d) বনভূমি
Ans – (a) মেঘের উদর
২. জলের সাথে কোন্ পদার্থ মিশলে তা শীতল হয় –
(a) কর্পূর
(b) গন্ধ
(c) বাতাস
(d) ফুল
Ans – (a) কর্পূর
৩. বাতাসে কোন ফুলের গন্ধ মিশ্রিত হয়েছে –
(a) কেতক
(b) জবা
(c) গন্ধরাজ
(d) গোলাপ
Ans – (a) কেতক
৪. কেতক ফুলের গন্ধযুক্ত বাতাস ……………. যোগ্য।
(a) পরিত্যাগের
(b) গ্রহনের
(c) পানের
(d) সবকটি ঠিক
Ans – (c) পানের
৫. কেতক ফুলের গন্ধযুক্ত বাতাস …………… ভাবে পানের যোগ্য।
(a) চোক বন্ধ করে
(b) অঞ্জলি ভরে
(c) নিশ্বাসে
(d) স্পর্শ করে
Ans – (b) অঞ্জলি ভরে
৬. বাতাঃ ’ সংস্কৃত প্রতিশব্দ হল –
(a) সমুদ্রাঃ
(b) সমীরনাঃ
(c) কেতকাঃ
(d) কর্পূরাঃ
Ans – (b) সমীরনাঃ
৭. “ বিনিমুক্তাঃ ” – সংস্কৃত প্রতিশব্দ হল –
(a) বর্হিগতাঃ
(b) আগতাঃ
(c) কোনটি নয়
(d) a ও b উভয়
Ans – (b) আগতাঃ
৮. কেতক বলতে কোন্ ফুল –
(a) গন্ধরাজ
(b) কেয়া
(c) পলাশ
(d) কূরোচি
Ans – (b) কেয়া
শ্লোক – তৃতীয়
ক্বচিৎ প্রকাশং ক্বচিদপ্রাকশং
নভঃ প্রকীর্নাম্বুধরং বিভাতি।
ক্বচিৎ ক্বচিৎ পর্বতসংনিরুদন্ধং
রূপং যথা শান্তমহার্ণবস্য ।।
শ্লোকের শব্দার্থঃ
ক্বচিৎ – কোথায়
প্রকাশং – প্রকাশিত দৃষ্টিগোচর
ক্ববিদ্ – কোথায়
অপ্রকাশং – অপ্রকাশিত বা অদৃবিটগোচর
নভঃ – আকাশ
প্রকীর্ন – বিচ্ছিন্ন
অম্বুধরং – মেঘের দ্বারা
বিভাতি – শোভা পাচ্ছে
পর্বত – পর্বত
সংনিরুদ্ধং – অবরুদ্ধ
রূপং যথা – রূপের ন্যায়
শান্তম্ – শান্ত
মহানবস্য – মহাসমুদ্রের
বঙ্গানুবাদ
আকাশ কোথাও প্রকাশিত আবার কোথাও অপ্রকাশিত। আকাশ বিচ্ছিন্ন মেঘের দ্বারা শোভা পাচ্ছে। কখনও কখনও পর্বতের দ্বারা অবরুদ্ধ শান্ত মহাসমুদ্রের রূপের মতো আকাশ শোভা পাচ্ছে।
প্রতিশব্দঃ
প্রকাশং – উন্মুক্তম্।
নভঃ – আকাশঃ
রূপং – দৃশ্যম্
সন্ধিবিচ্ছেদঃ
ক্বচিদপ্রকাশম্ = ক্বচিদ্ + অপ্রকাশম্
শ্লোক – তৃতীয় MCQ
১. বর্ষাকালে আকাশের সঙ্গে তুলনা করা হয়েছে
(a) পর্বতের
(b) শান্ত – মহাসমুদ্রের
(c) মেঘের
(d) অরণ্যের
Ans – (b) শান্ত – মহাসমুদ্রের
২. বর্ষাকালের আকাশ কখনও কখনও কিসের দ্ধারু রুদ্ধ –
(a) পর্বতের দ্বারা
(b) মহাসাগর
(c) মেঘ
(d) অরণ্য
Ans – (a) পর্বতের দ্বারা
৩.‘ নভঃ ’ – শব্দের অর্থ হল –
(a) মেঘ
(b) আকাশ
(c) মহাসাগর
(d) পর্বত
Ans – (b) আকাশ
৪. প্রকীর্ণামুধরং ’ – ‘ অম্বু ’ – শব্দের অর্থ হল –
(a) মেঘ
(b) আকাশ
(c) মহাসাগর
(d) পর্বত
Ans – (a) মেঘ
শ্লোক – চতুর্থ
বিদ্যুৎ পতাকাঃ সবলাকমালাঃ
শৈলেন্দ্রকূটাকৃতি সন্নিকালাঃ।
গর্জন্তি মেঘাঃ সমুদীর্ণনাদা
মত্তা গজেন্দ্রা ইব সংযুগস্থাঃ ।
শ্লোকের শব্দার্থঃ
বিদ্যুৎ পতাকাঃ – বিদ্যুৎরূপ পতাকা
সবলাকা – বকশ্রেনী
মালা – মালরূপ
শৈলেন্দ্র – পর্বতশৃঙ্গ
কূটাকৃতি সন্নিকাশা – বিশাল আকৃতির ন্যায়
গর্জন্তি – গর্জন করছে
মেঘা – মেঘ
সমুদীর্ণনাদা – গম্ভীর গর্জনকারী
মত্তা – মত্ত,
গজেন্দ্র – হাতির মতো
সংযুগস্থাঃ – যুদ্ধক্ষেত্রে রত
বঙ্গানুবাদ
বিদ্যুৎতের ন্যায় পতাকাধারন করে, বকশ্রেনীর মতো মালা পরিধান করে বিশাল আকৃতির পর্বতশৃঙ্গের মতো, যুদ্ধে হাতির মতো গম্ভীর গর্জনকারী মেঘ সমূহ মত্ত।
প্রতিশব্দ
শৈলেন্দ্র – পর্বত
সংযুগস্থা – যুদ্ধক্ষেত্ররতা
শ্লোক – চতুর্থ MCQ
১.বর্ষার মেঘ কার মতো পতাকা ধারণ করেছে –
(a) হাতি (b) বিদ্যুৎ (c) পর্বত (d) সমুদ্র
Ans – (b) বিদ্যুৎ
২. কে পতাকারূপ ধারণ করেছে –
(a) মেঘ
(b) আকাশ
(c) বিদ্যুৎ
(d) সমুদ্র
Ans – (a) মেঘ
৩. বর্ষার মেঘ কার মতো মালাবদ্ধ হয়েছে –
(a) বকশ্রেনী
(b) বৃক্ষশ্রেনী
(c) পর্বত শ্রেনী
(d) কোনটি নয়
Ans – (a) বকশ্রেনী
৪. বর্ষার মেঘ কার মতো গম্ভীর গর্জন করছে –
(a) বকশ্রেনী
(b) অশ্ব
(c) গজ
(d) পর্বত
Ans – (c) গজ
৫. “ সবালাকমালা ” – পদটির বিশেষ্য পদ হল –
(a) গজঃ
(b) মেঘাঃ
(c) বিদ্যুৎ
(d) সমুদ্র
Ans – (b) মেঘাঃ
৬. ‘ গর্জন্তি মেঘাঃ ’ – কে গর্জন করছে –
(a) হাতি
(b) সৈনিক
(c) মেঘ
(d) সমুদ্র
Ans – (c) মেঘ
৭.সংযুগস্থাঃ ’ – শব্দের অর্থ হল –
(a) যুদ্ধক্ষেত্র
(b) পর্বতগাত্র
(c) আকাশ
(d) বনভূমি
Ans – (a) যুদ্ধক্ষেত্র
শ্লোক – পঞ্চম
বর্ষোদকাপ্যায়িতশাদ্ধলানি
প্রবৃত্তিনৃত্যোৎসববর্হিণানি।
বনানি নিবৃষ্টবলাহকানি
পশ্যাপরাহ্নেষুধধিকং বিভান্তি ।।
শ্লোকের শব্দার্থ
বর্ষ – বর্ষার
উদক অপ্যায়িত – জলে পুরিপুষ্ট
শাদ্ধলানি – সবুজ তৃনভূমি
প্রবৃত্তি – শুরু করেছে / মেতে উঠেছে
নৃত্যোৎসব – নৃত্য উৎসব
বর্হিনানি – ময়ূরেরা
বনানি – বনভূমিগুলি
নিকৃষ্ট – জল ঝড়া / বর্ষন হওয়ায় বলা হক
মেঘ পশ্যা – দেখ
অপরাহ্নেষু – বিকেলবেলায়
অধীকং – অত্যন্ত
বিভান্তি – শোভা পাচ্ছে
বঙ্গানুবাদ
দেখ (ভ্রাতা লক্ষন ) বর্ষার জলে তৃনভূমিগুলি পরিপুষ্ট হয়েছে, ময়ূরেরা নৃত্য উৎসবে মেতে উঠেছে , মেঘের প্রচুর বর্ষনের ফলে অপরাহ্নবেল অত্যন্ত শোভা পাচ্ছে।
সংস্কৃত প্রতিশব্দ
শাদ্ধালানি – সবুজতৃনক্ষেত্রা
বলাহকানি – মেঘানি ।
বিভান্তি – শোভন্তি ।
পঞ্চম শ্লোক MCQ
১. বর্ষার জল কাদের পরিতৃপ্তি করেছে –
(a) সবুজ তৃনভূমি
(b) সবুজ বৃক্ষ
(c) মাঠ
(d) জলাশয় ।
Ans – (a) সবুজ তৃনভূমি
২. ‘ শাদ্ধালানি ’ শাদ্ধাল শব্দের অর্থ হল –
(a) সবুজ তৃনভূমি (b) সবুজ বৃক্ষ (c) সবুজ মাঠ (d) জলাশয় ।
Ans – (a) সবুজ তৃনভূমি
৩.‘ বর্হিনা ’ – শব্দের অর্থ হল –
(a) সরাস (b) বক (c) ময়ূর (d) বায়স
Ans – (c) ময়ূর
৪. বর্ষার জলে কারা নৃত্য উৎসবে মেতে উঠছে –
(a) সারমরা (b) বকেরা (c) ময়ূরেরা (d) চাতকরা
Ans – (c) ময়ূরেরা
৫. বর্ষার বনভূমি কখন বেশী শোভা পাচ্ছে –
(a) সন্ধ্যাবেলা (b) ভোরবেলা (c) দুপুরবেলা (d) বিকেলবেলা
Ans – (d) বিকেলবেলা
শ্লোক – ষষ্ঠ
সমুদ্বহন্তঃ সালিলাতিভারং
বলাকিনো বারিধরা নদন্তঃ
মহৎসু শৃভেগষু মহীধরানাং
বিশ্রম্য বিশ্রম্য পুনঃ প্রযান্তি ।।
শ্লোকের শব্দার্থ
সমুদ্ – প্রচুর
বহন্ত – বহনকারী
সলিল – জলরাশি
অতিভারং – অতিভার
বলাকিনঃ – বলাকাশোভিত
বারিধরাঃ – মেঘেরা
নদন্ত – গর্জনকারী
মহৎসু – খুব উঁচু
শৃভেগষু – শৃভগগুলিতে
মহীধরানং – পর্বত গুলোর
বিশ্রম্য বিশ্রম্য – বিশ্রাম করতে করতে
পুনঃ – আবার
প্রযান্তি – চলছে।
বঙ্গানুবাদ
বিশাল জলের ভার বহন করে, বকমালা ধারন, করে , গর্জনরত মেঘরাশি পর্বতের উঁচু শৃভেগ বিশ্রাম করতে করতে আবার চলছে।
সংস্কৃত প্রতিশব্দ
সলিলাতিভারং – জলাতিভারং
বারিধরা – জলধারা
শ্লোক – ষষ্ঠ MCQ
১. বর্ষায় মেঘরাশি বিশ্রাম নিচ্ছে –
(a) পর্বতের শৃভেগ
(b) পর্বতে
(c) পর্বতের পাদদেশ
(d) আকাশে
Ans – (a) পর্বতের শৃভেগ
২.বিশাল জল্ভার বহন করে মেঘগুলি কী করছে –
(a) বয়ে চলেছে
(b) গর্জন করছে
(c) থেমে আছে
(d) পর্বতে আটকে
Ans – (b) গর্জন করছে
৩. ‘ মহীধরানাং ’ – শব্দের অর্থ হল –
(a) মেঘ
(b) পর্বত
(c) জল
(d) পৃথিবী
Ans – (b) পর্বত
৪. পর্বতশৃভেগ বিশ্রাম নিচ্ছে –
(a) বায়ু
(b) মেঘ
(c) বলাকা
(d) ময়ূর
Ans – (b) মেঘ
শ্লোক – সপ্তম
বহন্তি বর্ষন্তি নদন্তি ভান্তি
ধ্যায়ন্তি নৃত্যন্তি সমাশ্বসান্তি ।
নদ্যো ঘনা মত্তগজা বনান্তাঃ
প্রিয়াবিহীনাঃ শিখিনঃ প্লবভগাঃ ।।
শ্লোকের শব্দার্থ
বহন্তি – বয়ে চলেছে
বর্ষন্তি – বর্ষন করছে
নদন্তি – গর্জন করছে
ভান্তি – শোভা পাচ্ছে
ধ্যায়ন্তি – চিন্তা করছে
নৃত্যন্তি – নৃত্য করছে
সমাশ্বসাপ্তি – আশ্বস্ত হয়েছে
নদ্যা – নদীগুলি
ঘনা – মেঘরাশি
মত্তগজা – মত্তহাতিরা
বনান্ত – বনের প্রান্ত দেশ
প্রিয়াবিহীনাঃ – প্রিয়াবিরোহী
শিখিনঃ – ময়ূরেরা
প্লবভগা – ভেক / ব্যাঙেরা
বঙ্গানুবাদ
নদীগুলি বয়ে যাচ্ছে , মেঘরাশি বৃষ্টি দিচ্ছে, মত্তহাতিরা গর্জন করছে বনের প্রান্ত ভাগগুলি শোভা পাচ্ছে, প্রিয়া বিরোহীরা চিন্তা করছে, ময়ূরেরা নৃত্য করছে , ব্যাঙেরা আশ্বস্ত হয়েছে।
সংস্কৃত প্রতিশব্দ
প্রিয়াবিহীনাঃ – প্রিয়াবিরহাঃ
শ্লোক – সপ্তম MCQ
১. বর্ষাকালে কারা গর্জন করছে –
(a) নদী
(b) মত্তহাতি
(c) প্রিয়াবিরোহী
(d) কোনটি নয়।
Ans – (c) প্রিয়াবিরোহী
২. বর্ষাকালে চিন্তিত করা –
(a) প্রিয়াবিরোহী
(b) ময়ূর
(c) মত্তহাতি
(d) ব্যাঙ
Ans – (a) প্রিয়াবিরোহী
৩. বর্ষাকালে আশ্বস্ত কারা –
(a) ব্যাঙেরা
(b) ময়ূরেরা
(c) হাতিরা
(d) প্রিয়াবিরহীরা
Ans – (a) ব্যাঙেরা
৪. শিখিনঃ ’ – শব্দের অর্থ হল –
(a) ময়ূর
(b) ব্যাঙ
(c) হাতি
(d) নদী
Ans – (a) ময়ূর
৫. প্লবভগাঃ ’ – শব্দের অর্থ হল –
(a) ময়ূর
(b) ব্যাঙ
(c) হাতি
(d) ময়ূর
Ans – (b) ব্যাঙ
৬. মেঘের একটি প্রতিশব্দ হল –
(a) ঘনা
(b) বনা
(c) নদ্যা
(d) প্লবভগা
Ans – (a) ঘনা
৭. বনের প্রান্তভাগ গুলি –
(a) শোভা পাচ্ছে
(b) আলোকিত
(c) অন্ধকারাচ্ছন্ন
(d) অশোভনীয়।
Ans – (a) শোভা পাচ্ছে
শ্লোক – অষ্টম্
তড়িৎপতাকাভিরলং কৃতানা
মুর্দীণগম্ভীর মহারবানাম ।
বিভান্তি রূপাণি বলাহকানাং
রনোৎসুকানামিব বারণানাম্ ।।
শ্লোকের শব্দার্থ
তড়িৎপতাকাভি – বিদ্যুৎরূপ পতাকার দ্বারা
অলংকৃতানা – শোভিত
উদীর্ন – প্রচন্ড
গম্ভীর – গম্ভীর
মহারবানাম – মহারবকারী
বিভান্তি – শোভাপাওয়া
রূপানি – রূপ
বলাহকানাং – মেঘেদের
রনো – যুদ্ধ
উৎসুকানামিব – উদ্যতা
উৎসুক বা রনানাম – গজদের।
বঙ্গানুবাদ
গম্ভীর ও ভীষণ শব্দকারী মেঘেদের চেহারা যুদ্ধে উৎসুক হাতিদের মতো, কারণ তারা বিদ্যুৎরূপ পতাকা দ্বারা শোভিত হয়েছে।
সংস্কৃত প্রতিশব্দ
অলংকৃতানাম্ – শোভিতানাম্
রূপানি – সৌন্দর্যানি
শ্লোক – অষ্টম্ MCQ
১. বর্ষার মেঘ কার দ্বারা অলংকৃত –
(a) বিদ্যুৎপতাকা
(b) হস্তি
(c) বাতাস
(d) সৌন্দর্য
Ans – (a) বিদ্যুৎপতাকা
২. হাতির পিঠে আরোহীদের হাতে কী থাকে –
(a) তরোয়াল
(b) পতাকা
(c) খাদ্যদ্রব্য
(d) কোনটি নয়।
Ans – (b) পতাকা
৩. বারনাম শব্দের অর্থ হল –
(a) মেঘ
(b) গজ
(c) বিদ্যুৎ
(d) পতাকা
Ans – (b) গজ
৪. বলাহকানাং ’ শব্দের অর্থ হল –
(a) মেঘ
(b) গজ
(c) বিদ্যুৎ
(d) পতাকা
Ans – (a) মেঘ
শ্লোক – নবম
ক্বচিৎ প্রগীতা ইব ষটপদৌঘৈঃ
ক্বচিৎ প্রনৃত্তা ইব নীলকণ্ঠৈঃ ।
ক্বচিৎ প্রমত্তা ইব বারনেন্দ্রৈ
র্বিভান্ত্যনেকাশ্রয়িনো বনান্তাঃ ।।
শ্লোকের শব্দার্থ
ক্বচিৎ – কোন কোন প্রান্ত
প্রগীতা – গান করছে
ইব – যেন
ষটপদৌঘৈঃ – ভ্রমরকূলের দ্বারা
প্রনৃত্তা – নৃত্য করছে
নীলকন্ঠৈঃ – ময়ূরের সঙ্গে
প্রমত্তাঃ – মত্ত হয়েছে
বারনেন্দ্রৈঃ – হাতিদের সঙ্গে
বিভান্তি – শোভা পাচ্ছে
অনেকাশ্রায়িনঃ – অনেকের আশ্রয়ে
বনান্তাঃ – বনের প্রাপ্ত ভাগ গুলি
বঙ্গানুবাদ
বনের কোন কোন প্রান্ত ভ্রমরকূলের সঙ্গে গান করছে , কোন কোন প্রান্ত ময়ূরদের সঙ্গে নৃত্য করছে , কোন কোন প্রান্ত হাতিদের সঙ্গে মেতে উঠেছে । এই ভাবে বনের বিভিন্ন প্রান্ত অনেকের আশ্রয় লাভের দ্বারা শোভিত হয়ে উঠেছে ।
সংস্কৃত প্রতিশব্দ
নীলকন্ঠৈঃ – ময়ূরৈঃ
বারনেন্দ্রৈ – গজেন্দ্রৈ
শ্লোক – নবম MCQ
১. বনভূমির প্রান্ত ভাগগুলি কার সঙ্গে গান গাইছে –
(a) ভ্রমর
(b) ময়ূর
(c) বাতাস
(d) গজ
Ans – (c) বাতাস
২. বনভূমির প্রান্ত ভাগগুলি কার সঙ্গে নৃত্য করছে –
(a) ভ্রমর
(b) ময়ূর
(c) বাতাস
(d) গজ
Ans – (b) ময়ূর
৩. বনভূমির প্রান্ত ভাগগুলি কাদের সঙ্গে মত্ত বা মেতে উঠেছে –
(a) ভ্রমর
(b) ময়ূর
(c) বাতাস
(d) গজ
Ans – (d) গজ
৪. ষটপদৌঘৈঃ ’ – শব্দের দ্বারা বোঝানো হয়েছে –
(a) ভ্রমর
(b) ময়ূর
(c) বাতাস
(d) গজ
Ans – (a) ভ্রমর
৫. নীলকন্ঠৈঃ ’ শব্দের অর্থ হল –
(a) ভ্রমর
(b) ময়ূর
(c) বাতাস
(d) গজ
Ans – (b) ময়ূর
শ্লোক – দশম
ষট্পদতন্ত্রী – মধুরাভিধানং
প্লবভগমোদীরিতকন্ঠতালম্ ।
আবিষ্কৃতং মেঘমৃদভগনাদৈ
র্বনেষু সঙ্গীতমিব প্রবৃত্তম্ ।।
শ্লোকের শব্দার্থ
ষটপাদ –ভ্রমর
তন্ত্রী – বীনা
ষটপাদতন্ত্রী – ভ্রমর রূপ বীণা
মধুরাভিধানং – মধুর ধবনি
প্লবভগমোদীরিত – ভেক বা ব্যাঙেদের
কণ্ঠতালম – কণ্ঠধবনি রূপ তাল
আবিষ্কৃত – প্রকাশিত হয়েছে
মেঘমৃদভগনাদৈ – মেঘেদের ধবনি মৃদঙ্গের মতো
বনেষু – বনভূমিতে
সঙ্গীতম – সঙ্গীত
প্রবৃত্তম ইব – শুরু হয়েছে
বঙ্গানুবাদ
ভ্রমদের গুঞ্জন বীণার মধুর ধবনীর মতো , ব্যাঙেদের ডাক তাল সৃদশ , মেঘেদের গর্জন মৃদঙ্গধবনীর মতো হয়ে বনভূমিতে যেন সঙ্গীত শুরু হয়েছে ।
প্রতিশব্দ
প্লবভগঃ – ভেকঃ
বনেষু – অরন্যেষু
মধুরাভিধানং – সুমিষ্টস্বরম্
প্রবৃত্তম – সমারদদ্ধম্
ষট্পাদৌ – ভ্রমরৌ
শ্লোক – দশম MCQ
১. বনভূমিতে ভ্রমদের আওয়াজ যার সাথে তুল্য –
(a) বীণার মধুর ধবনি
(b) মৃদঙ্গ ধবনি
(c) সঙ্গীতের তাল
(d) বাঁশির আওয়াজ
Ans – (a) বীণার মধুর ধবনি
২. বনভূমিতে ভেকেদের ডাক যার সাথে তুলনীয় –
(a) বীণার মধুর ধবনি
(b) মৃদঙ্গ ধবনি
(c) সঙ্গীতের তাল
(d) বাঁশির আওয়াজ
Ans – (b) মৃদঙ্গ ধবনি
৩. বনভূমিতে মেঘেরে গর্জন যার সাথে তুলনীয় –
(a) বীণার মধুর ধবনি
(b) মৃদঙ্গ ধবনি
(c) সঙ্গীতের তাল
(d) বাঁশির আওয়াজ
Ans – (b) মৃদঙ্গ ধবনি
৪. ষট্পাদতন্ত্রী ’ – পদে যে প্রাণীকে বোঝানো হয়েছে –
(a) ভ্রমর
(b) ময়ূর
(c) মেঘ
(d) ব্যাঙ
Ans – (a) ভ্রমর
৫. প্লবভগ ’ – বলতে বোঝানো হয়েছে –
(a) ভ্রমর
(b) ময়ূর
(c) মেঘ
(d) ব্যাঙ
Ans – (d) ব্যাঙ
৬. বর্ষার আগমনে কোথায় পূর্নাঙ্গ সঙ্গীত শুরু হয়েছে –
(a) বনভূমির মধ্যে
(b) পর্বতে
(c) বনের প্রান্তে
(d) সমতলে ।
Ans – (a) বনভূমির মধ্যে
Thanks for Reading-বর্ষাবর্ণনম্ | Class11Sanskrit MCQ
আরো পড়ুন: